ডিএসইর ৭৩ শতাংশ কোম্পানির দরপতন, মূলধন কমল তিন হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে ৫৩০ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর)। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে তিন হাজার কোটি টাকা। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে শেয়ার আজ লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সেই উত্থান ফিরে পতনে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৫৪ দশমিক ১৪ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৮৩ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৪ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৩৪ দশমিক ২৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৩৩ দশমিক শূন্য চার পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল সাত লাখ ২০ হাজার ১২৭ কোটি ৪৯ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৯২টির বা ৭৩ দশমিক ৩৭ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোলিয়ামের ১৯ কোটি ১৩ লাখ টাকা, রহিমা ফুডের ১৪ কোটি ৮৮ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৪১ লাখ টাকা, সোনালী পেপারের ১৩ কোটি ১৬ লাখ টাকা, রবি আজিয়াটার ১১ কোটি ৭৩ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১১ কোটি ১২ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৮৯ লাখ টাকা এবং প্রগতি ইন্স্যুরেন্সের ১০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক শূন্য তিন শতাংশ।