আগামী বছর উইম্বলডনে নিষিদ্ধ হতে পারেন রাশিয়ার খেলোয়াড়রা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছেই। এই যুদ্ধের অবসান কবে তা বলা মুশকিল। তবে এই যুদ্ধ দ্রুত শেষ না হলে রাশিয়ার খেলোয়াড়রা ২০২৩ সালের উইম্বলডনেও নিষিদ্ধ হতে পারেন।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২৪ সালের বাছাইপর্ব থেকে রাশিয়ান ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। অল ইংল্যান্ড এবং ক্লাব লন টেনিস অ্যাসোসিয়েশন এতে সমর্থন করছে।
এ বছরের উইম্বলডনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দেরও নিষিদ্ধ করেছিল। আগামী বছরের টুর্নামেন্টে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মার্চে হতে পারে।