আর্জেন্টিনার হতাশার দিনে ব্রাজিলের দুর্দান্ত জয়
বিশ্বকাপ বাছাইয়ে একই দিনে মাঠে নেমেছে লাতিন আমেরিকা অঞ্চলের দুই দল—ব্রাজিল ও আর্জেন্টিনা। এক ম্যাচে নিজেদের ভুলে প্রতিপক্ষের মাঠ থেকে জয়হীন থাকার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। কিন্তু, অন্য ম্যাচে বলিভিয়াকে রীতিমতো উড়িয়ে দিল আর্জেন্টিনা। দুর্দান্ত জয়ে বাছাইপর্বে অজেয় থাকার কীর্তি ধরে রাখল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা।
আজ বুধবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেন রিশার্লিসন, একটি করে লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।
বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। পাকেতার গোলে লিড নিয়ে নেয় তারা। এরপর আরও তিন বার প্রতিপক্ষের জালে বল পাঠায় ব্রাজিল। এর মধ্যে দুটি গোল করেন রিশার্লিসন আর একটি করেন লুকাস পাকেতা। তাতেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
কিন্তু, দিনের আরেক ম্যাচে স্তাদিও মনুমেন্তাল বানকো পিচিনচায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে এসে বড় ভুল করে বসল আর্জেন্টিনা। তাদের ভুলেই পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর। যার কারণে তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেসের গোলের পরেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসির আর্জেন্টিনাকে।
এ নিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা। এরই মধ্যে কাতার বিশ্বকাপ খেলার টিকেট নিশ্চিত হয়েছে তাদের। লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যাচে ১১ জয় এবং ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।