ইংল্যান্ডে পণ্ড হলো বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বৃষ্টিতে মাঠ ভিজে যাওয়াতে তা আর খেলার উপযুক্ত হয়নি। ফলে পণ্ড হলো বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ।
কেমব্রিজ ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের মাঠ ফেনার'স ক্রিকেট গ্রাউন্ডে গতকাল শুক্রবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ম্যাচ তো দূরে মেঘলা দিনে টসও মাঠে গড়ায়নি।
বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ কাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। যথাসময়ে ক্রিকেটাররাও মাঠে যান। কিন্তু হালকা বৃষ্টির কারণে মাঠ ভিজে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ মে মাঠে গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের। সিরিজটি আইরিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই সিরিজের তিনটি ম্যাচেই জিততে হবে আইরিশদের। তবে বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো বিপদ নেই। কারণ এরই মধ্যে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।