ইংল্যান্ডে স্পিনারদের সম্ভাবনা নিয়ে যা বললেন তাইজুল

বাংলাদেশের ক্রিকেটে পালাবদলের সুবাস বইছে। এখন শুধু দু’একজন কিংবা এক বিভাগের ওপর নির্ভর করতে হয় না দলকে। দলে পারফর্মার বেড়েছে। বোলিংয়েও স্পিনারদের দিকে প্রায় সবটুকু নির্ভরতা নিয়ে তাকিয়ে থাকতে হয় না। পেসাররা আছেন চমৎকার ছন্দে। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও যতক্ষণ সুযোগ পেয়েছেন, পেসাররা নিজেদের মেলে ধরেছেন।
তবু বাংলাদেশের স্পিন মানে আলাদা কিছু। রঙিন পোশাকে যার গুরুত্ব আরও বেশি। স্পিনে দেশের অন্যতম স্তম্ভ তাইজুল ইসলাম। প্রথম ম্যাচে দুই ওভার বল করার সুযোগ পেয়ে ৫ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। ইংল্যান্ডের পেস নির্ভর উইকেটে স্পিন নিয়ে আজ বৃহস্পতিবার (১১ মে) কথা বলেন তাইজুল।
তাইজুল বলেন, ‘সাধারণত ইংল্যান্ডের কন্ডিশনে পেস বোলাররা ভালো করে থাকে। তাদের জন্য উইকেটের একটা আচরণ থাকে। এর মানে এই নয় যে, স্পিনারর ভালো করতে পারবে না। লাইন লেন্থ বজায় রাখলে সফল হওয়া সম্ভব। এই ধরণের পরিবেশে কীভাবে বল করতে হয় তার জন্য রঙ্গনা হেরাথ (বাংলাদেশের স্পিন বোলিং কোচ) ও সাকিব ভাইয়ের কছে থেকে পরামর্শ নিই।’
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। আগামীকাল শুক্রবার (১২ মে) মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘যদিও এটা ভিন্ন কন্ডিশন, আমরা দল হিসেবে এখন খুব ভালো আছি। আমাদের অনুশীলন ভালো হচ্ছে। আমাদের সবাই বেশ আত্মবিশ্বাসী। আশাকরি, সামনের দুইটা ম্যাচ আমরা খুব ভালোভাবে শেষ করতে পারব।’