দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট তাইজুলের
ঢাকা টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তাইজুল ইসলাম। আজ রোববার (২৩ নভেম্বর) টেস্টের পঞ্চম দিনে ছুঁয়ে ফেললেন আরেক মাইলফলক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার।
ঢাকা টেস্টের পঞ্চম দিনে আজ আইরিশদের প্রথম উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। ৬৮তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান এই বাঁহাতি স্পিনার।
ম্যাকব্রাইনের উইকেটটি ছিল তাইজুলের ক্যারিয়ারের ২৫০তম উইকেট। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেট শিকারি এখন তাইজুল।
আয়াল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৪২ উইকটে নিয়ে খেলতে নামেন তাইজুল। আইরিশদের প্রথম ইনংসে পেয়েছেন ৪ উইকেট। এতেই ২৪৬ উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।
এরপর ঢাকা টেস্টের চতুর্থ দিনে আইরিশদের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট তুলে এককভাবে শীর্ষে ওঠেন তাইজুল। তাইজুলের ২৪৭ তম শিকার আয়ারল্যান্ডের ওপেনার অ্যান্ডি বালবার্নি। এতেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তিনি।
টেস্টের পঞ্চম দিনে ম্যাকব্রাইনকে ফিরিয়ে তুলে নেন ২৫০ তম উইকেট, দেশের ক্রিকেটে যে মাইলফলকে তিনিই এখন প্রথম।
তাইজুল ও সাকিব দুজনই বাঁহাতি স্পিনার। তবে ১৪ টেস্ট কম খেলেই সাকিবকে ছাড়িয়ে যান তাইজুল। সাকিব ৭১ টেস্টে পেয়েছেন ২৪৬ উইকেট আর তাইজুল মাত্র ৫৭ টেস্টেই তাকে ছাড়িয়ে গেছেন।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তাইজুল–সাকিবের পর ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে মোহাম্মদ রফিক আছেন চারে এবং ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে মাশরাফি বিন মোর্ত্তজা আছেন পাঁচে।

স্পোর্টস ডেস্ক