সাকিবকে ছাড়িয়ে তাইজুল এখন সবার ওপরে
ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে তাইজুলের অপেক্ষা ছিল ১ উইকেটের। আইরিশদের প্রথম উইকেট তুলে নিয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যেই পৌঁছে গেলেন এই বাঁহাতি স্পিানার। তাইজুলের ২৪৭ তম শিকার হলেন আয়ারল্যান্ডের ওপেনার অ্যান্ডি বালবার্নি। এতেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল (২৪৮*)।
আয়াল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৪২ উইকটে নিয়ে খেলতে নামেন তাইজুল। আইরিশদের প্রথম ইনংসে পেয়েছেন ৪ উইকেট। ২৪৬ উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।
তাইজুল ও সাকিব দুজনই বাঁহাতি স্পিনার। তবে ১৪ টেস্ট কম খেলেই সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল। সাকিব ৭১ টেস্টে পেয়েছেন ২৪৬ উইকেট আর তাইজুল মাত্র ৫৭ টেস্টেই তাকে ছাড়িয়ে গেলেন।
ধারাবাহিকতার দিক থেকেও এগিয়ে আছেন তাইজুল। সাকিব যেখানে ১১ বার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন, তাইজুল তা করেছেন এখন পর্যন্ত ১৩ বার।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তাইজুল–সাকিবের পর ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে মোহাম্মদ রফিক আছেন চারে এবং ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে মাশরাফি বিন মোর্ত্তজা আছেন পাঁচে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত মুখ এখন তাইজুল। বাঁহাতি স্পিনার সাকিবের অনুপস্থিতিতে তাইজুলই স্পিনে দলের মূল ভরসা। গতকাল সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সাকিবের পাশে নাম লেখানোর পর সংবাদ সম্মেলনে এসে তাইজুল বলেন, ‘আশা করি বাংলাদেশের ক্রিকেট আমাকে অনেক দিন সুযোগ দেবে। একটা সময় হয়তো অনেকগুলো উইকেটের মালিক হতে পারব। আল্লাহ যদি আমাকে ৭০০টা উইকেট দেয়, আমি ৭০০টা নিতেই রাজি আছি।’

স্পোর্টস ডেস্ক