ইউরোর শেষ ষোলোর সময়সূচি
গতকাল বুধবার শেষ হলো ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২০ এর গ্রুপ পর্বের ম্যাচ। আগামী ২৬ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় পর্বের খেলা। শেষ ষোলোতে ছয়টি গ্রুপ থেকে উঠেছে ১৬টি দল। এই ১৬ দলই এবার শেষ আটে যাওয়ার লড়াই করবে। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১১ জুলাই।
শেষ ষোলোতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স। অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন ও জার্মানি। আর তৃতীয় দল হিসেবে নক আউট পর্বের টিকেট পেয়েছে সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন ও পর্তুগাল।
এক নজরে শেষ ষোলোর সূচি-
২৬.০৬.২০২১: ওয়েলস বনাম ডেনমার্ক (আমস্টারডাম, রাত ১০টা)
২৭.০৬.২০২১: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র (বুদাপেস্ট, রাত ১০টা)
২৭.০৬.২০২১: ইতালি বনাম অস্ট্রিয়া (লন্ডন, রাত ১টা)
২৮.০৬.২০২১: ক্রোয়েশিয়া বনাম স্পেন (কোপেনহেগেন, রাত ১০টা)
২৮.০৬.২০২১: বেলজিয়াম বনাম পর্তুগাল (সেভিয়া, রাত ১টা)
২৯.০৬.২০২১: ইংল্যান্ড বনাম জার্মানি (লন্ডন, রাত ১০টা)
২৯.০৬.২০২১: ফ্রান্স বনাম সুইজারল্যান্ড (বুখারেস্ট, রাত ১টা)
৩০.০৬.২০২১: সুইডেন বনাম ইউক্রেন (গ্লাসগো, রাত ১টা)