ইউরো থেকে বেলজিয়ামের বিদায়, উড়ছে ইতালি
ইতালির স্বপ্নযাত্রা যেন থামছেই না। রবার্তো মানচিনির অধীনে রীতিমত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তারা। যার প্রমাণ মিলছে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপেও। জয়ের ছন্দে উড়তে থাকা ইতালি শেষ আটের ম্যাচে বেলজিয়ামকে বিদায় করে পা রেখেছে ইউরোর সেমিফাইনালে।
আজ শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। ম্যাচের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ইতালির হয়ে গোল করেছেন নিকোলো বারেল্লা ও লরেঞ্জো। আর বেলজিয়ামের হয়ে জালের দেখা পেয়েছেন কেবল রোমেলো লুকাকু।
গত রাশিয়া বিশ্বকাপ না খেলতে পারা ইতালি এবার দারুণ ছন্দে আছে। ছন্দ ধরে রেখেছে ইউরোতেও। সব প্রতিযোগিতা মিলে টানা ৩২ ম্যাচে অপরাজিত তারা। উড়তে থাকা ইতালি এবার ইউরোর স্বপ্ন পূরণের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
এদিন ম্যাচের ৫৪ ভাগ সময় বল দখলে রাখা ইতালি গোল পেয়ে যায় শুরুতেই। কিন্তু সেটি অফসাইড হয়ে যায়। গোলটি হয় ১৩ মিনিটের মাথায়। সতীর্থের পাস পেয়ে বোনুচ্চির বেলজিয়ামের জালে বল জড়িয়েছিলেন। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। কারণ চিয়েল্লিনি অফসাইডে ছিলেন।
অবশ্য গোল না হওয়ার হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ মিনিটে ভেরাত্তির পাস থেকে গোল করেন বারেল্লা। ফলে লিড পেয়ে যায় ইতালি।
এরপর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরেকটি গোল পেয়ে যায় ইতালি। লরেঞ্জোর কল্যানে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়তে পারত ইতালি। কিন্তু যোগ করা সময়ে এক গোল করে ব্যবধান ২-১ তে নিয়ে আসেন বেলজিয়াম তারকা লুকাকু।
বিরতির থেকে ফিরে দারুণ সুযোগ পেয়ে যায় ইতালি। কিন্তু ইম্মোবিলের লক্ষ্যভ্রষ্ট শটে আর ব্যবধান বাড়েনি। ৬৬ মিনিটে আরেক দফায় ব্যর্থ হয় ইতালি। স্পিনাজ্জোলার শট মাঠের বাইরে চলে যায়। তিন মিনিট বাদে ৬৯ মিনিটে লরেঞ্জোর শট থামিয়ে বেলজিয়াম গোলরক্ষক।
আক্রমণ-প্রতি আক্রমণে দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। কিন্তু নির্ধারিত সময়ে কিছুতেই ইতালির রক্ষণ ভাঙতে পারেনি বেলজিয়াম। শেষ পর্যন্ত ৯০ মিনিটেও সমতায় ফেরার সুযোগ পায়নি বেলজিয়াম। অতিরিক্ত ৫ মিনিটেও বেলজিয়াম কোনো সুযোগ করতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বেলজিয়ামকে। আর জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছেড়েছে রবার্তো মানচিনির ইতালি।
ইউরো ২০২০-এর শেষ ষোলোর ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় বেলজিয়াম। অন্যদিকে ইতালি ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে করে চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পায়।