ইতিহাস গড়ে সোনা জিতলেন বাংলাদেশের ইমরানুর
বাংলাদেশের কোনো স্প্রিন্টার আন্তর্জাতিক মঞ্চে ট্র্যাক এন্ড ফিল্ডে গতির ঝড় তুলে স্বর্ণ জিতবেন, তা যেন স্বপ্নেও কল্পনা করা যেত না। এবার সেই অধরা স্বপ্নকেই বাস্তবে রুপ দিলেন বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমান। কাজাখাস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জিতেছেন বাংলাদেশের দ্রুততম মানব।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট। সেই সঙ্গে গড়লেন নতুন রেকর্ড।
সন্ধ্যায় সেমিফাইনালে ব্যক্তিগত সেরা টাইমিং পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছিলেন ইমরানুর। সেইসময় দৌড় শেষ করেন ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে। তবে ফাইনালে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। আরও কম সময় নিয়ে গড়লেন নতুন ইতিহাস। লাল-সবুজের পতাকা ওড়ালেন কাজাখস্তানে।
অন্যদিকে, গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। যদিও তিনি কোনো পদক জিততে পারেননি। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছিলেন তিনি।
গত জানুয়ারিতে প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসে খেলেই রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন লন্ডনপ্রবাসী ইমরানুর। তখন তিনি ২১ বছর আগের রেকর্ড ভেঙেছিলেন। হারিয়েছিলেন ৪ বারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে। ইলেকট্রনিক বোর্ডে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট ইমরানুরের টাইমিং তখন ছিল ১০.৫০ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে সেটিই ছিল তখন পর্যন্ত বাংলাদেশের কোনো অ্যাথলেটের সেরা টাইমিং।