ইপিএলে জয় পেল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড
কাতার বিশ্বকাপ শেষে আবারো ব্যস্ত হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিরতি শেষে পৃথক ম্যাচে জয় দিয়ে শুরু করলো চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এফসি বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে চেলসি। আর নটিংহাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ইউনাইটেড।
এফসি বোর্নমাউথের বিপক্ষে চেলসির হয়ে গোল করেন কাই হাভার্টজ এবং মেসন মাউন্ট। ম্যাচের ১৬ মিনিটে চেলসি স্ট্রাইকার রাহিম স্টার্লিং দারুণ পাস দেন। সে সময়ে বাঁ পায়ের শটে জালে বল জড়ান কাই হাভার্টজ। ১-০ গোলে এগিয়ে চাঙ্গা হয়ে ওঠেন চেলসির খেলোয়াড়েরা। তাতে ব্যবধ্যান বাড়াতে বেশি সময় নেয়নি দলটি।
২৪ মিনিটে কাই হাভার্টজের সহায়তায় গোল করেন মেসন মাউন্ট। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধে দুর্বল হয়ে পড়ে এফসি বোর্নমাউথ। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় দলটি। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান না কমায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় এফসি বোর্নমাউথের।
লিগের অন্য ম্যাচে নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোল পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড, আন্থনি মার্শিয়াল এবং ফ্রেড। ম্যাচের ১৯ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নার কিক থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। কয়েক মিনিট পরেই ব্যবধান বাড়ান আন্থনি মার্শিয়াল।এবার রাশফোর্ডের পাসে গোলটি করেন মার্শিয়াল। ৮৭ মিনিটে ইউনাইটেডের হয়ে আবারো ব্যবধান গড়েন ব্রাজিল তারকা ফ্রেড। তিনি গোলটি করেন ব্রাজিলের আরেক তারকা ক্যাসেমিরোর সহায়তা নিয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে আটে রয়েছে চেলসি।