সোবসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে পরাস্ত আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরের শীর্ষ দুই দল লিভারপুল ও আর্সেনালের জমজমাট এক লড়াই উপভোগ করেছে ফুটবলপ্রেমীরা। টান টান উত্তেজনার ম্যাচে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। কেননা শিরোপার লড়াইয়ে পার্থক্য গড়ে দেয় এমন হাই ভোল্টেজ ম্যাচগুলো। তবে ঘরের মাঠে জয়ের দেখাটা পেয়েছে লিভারপুল।
অ্যানফিল্ডে গতকাল (৩১ আগস্ট) আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের ৮৩তম দমিনিক সোবসলাইয়ের দুর্দান্ত এক ফ্রি-কিক থেকেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায়।
এদিন মিডফিল্ডার সোবসলাইকে খেলানো হয় রাইট ব্যাকে। খেলা ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। তবে শেষ ভাগে এমন অবিশ্বাস্যভাবে জয় পাওয়াটা হয়ত তখনও কেউ কল্পনা করতে পারেনি।
ম্যাচের শেষদিকে আর্সেনালের মার্তিন জুবিমেন্দি ফাউল করে বসেন লিভারপুলের কার্টিস জোনসকে। ৩২ গজ দূর থেকে ফ্রি-কিক পায় লিভারপুল। সোবসলাই এসে ডান পায়ের এক দ্রুতগতির শটে বল জালে জড়ান। পোস্টের বাম পাশ দিয়ে জালে জড়ানো বল ডেভিড রায়া লাফিয়ে হাত বাড়িয়েও নাগালে পাননি।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আধিপত্য ধরে রেখে এই মৌসুমেও তিনটি ম্যাচের সবগুলোতে জয়ের দেখা পেয়েছে। ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল।
গতকাল আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাইটন। এদিন ১০০তম প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে নেমে ৮৮তম গোল করেছেন আর্লিং হালান্ড। তার একমাত্র গোলে ব্যবধান কমলেও জয়ের দেখা পায়নি গার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক