তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন লিটন দাস
চোটের সঙ্গে পেসারদের যেন আজন্ম এক সম্পর্ক। বিশ্বের সব পেসারদেরই এটার মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও এর ব্যতিক্রম কিছু নন। অনেক বেশি চোটে পড়তে দেখা যায় এই দুই পেসারকে।
চোট থেকে বাঁচতে এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করেই খেলতে হচ্ছে দুজনকে। মাঝে- মধ্যেই বিরতি দেওয়া হয় মুস্তাফিজ-তাসকিনকে। বাংলাদেশের বোলিং ইউনিটের কাণ্ডারি এই দুই তারকা পেসার। লিটনও এই দুজনকে বাংলাদেশের সম্পদ মনে করেন। তবে তাদের ওপর নির্ভরশীল না হয়ে, নতুন খেলোয়াড় তৈরি করতে চান লিটন।
আরও পড়ুন : টেস্টে অধিনায়কত্ব করা একজন খেলোয়াড়ের অনেক বড় পাওয়া : লিটন
আজ রোববার (২৬ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। সেখানেই কথা বলেন এই দুজনকে নিয়ে। তিনি বলেন, ‘আমরা কিছু কিছু ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের খেলাচ্ছি। কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমি চাই তাসকিন যেন পুরোপুরি ফিট হয়ে যায়। আশা করি, সে আর যেন কখনো ইনজুরিতে না পড়ে।’
লিটন বলেন, ‘অবশ্যই তাসকিন আর ফিজ বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। কিন্তু একই সময়ে আমাদের ধীরে ধীরে নতুন খেলোয়াড়ও তৈরি করতে হবে। কারণ পরবর্তীতে যেন এমন না হয় যে, আমরা পুরোপুরি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি।’
আরও পড়ুন : আমি চাই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন
অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল লিটনকে। সেটি নিয়ে তিনি বলেন,‘আমার প্রথম টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর যখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললাম, আমাদের কিন্তু দুইটা বেস্ট বোলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, কিন্তু একই সময়ে যে, প্লেয়ারগুলো খেলেছে, তারা ম্যাচ পেয়েছে।’
ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সব খেলোয়াড়দেরই খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। উইকেট, কন্ডিশন, কম্বিনেশন বিবেচনা করে সুযোগ দেওয়া হচ্ছে ক্রিকেটারদের। অধিনায়ক হিসেবে লিটনের কাছে এটি বড় পাওয়া।
আরও পড়ুন : ভারতে চার রাত ধরে ঘুমাতে পারছেন না ক্রিকেটাররা
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন বলেন, ‘প্লেয়াররা যখন খেলছে, এটা একটা ভালো সাইন। একজন অধিনায়ক হিসেবে আমার জন্য এটা বড় পাওয়া—আমার যতজন খেলোয়াড় আছে, সবাই প্রস্তুত। যেন ভবিষ্যতে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে দল নিয়ে আমি বিপাকে না পড়ি।’

স্পোর্টস ডেস্ক