ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে চেনা ছন্দে ফিরল লিভারপুল

ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছিল। অবশেষে হতাশার দেওয়াল ভেঙে আবারও পুরোনো ছন্দে ফিরল তারা। তবুও আবার বিধ্বংসী রূপে, টানা চার ম্যাচে পরাজয়ের গ্লানি কাটিয়ে পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো তারা। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে তাদের বিপক্ষেই ৫-১ গোলের দাপুটে জয় তুলে নেয় আর্না স্লটের শিষ্যরা।
এদিনও অবশ্য ম্যাচের শুরুটা ভালো হয়নি লিভারপুলের। মনে হচ্ছিল হারের বৃত্ত থেকে এবারও হয়ত বের হতে পারবে না তারা। ২৬তম মিনিটে মারিও গোটসের পাস থেকে রাসমুস ক্রিস্টেনসেনের গোলেই এগিয়ে যায় স্বাগতিক ফ্রাঙ্কফুর্ট। তবে এর পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল, ঘুরে দাঁড়ায় দুর্দান্তভাবে।
৩৫তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের থ্রু বল ধরে একা এগিয়ে এসে লিভারপুলকে সমতায় ফেরান উগো একিতিকে। এরপর চার মিনিট পর কোডি গাকপোর কর্নার থেকে হেডে গোল করেন দলের অধিনায়ক ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। প্রথমার্ধের শেষ মিনিটে আরেকটি কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান আরেক ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। এতেই ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে লিভারপুল। ৬৬তম মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান কোডি গাকপো। এর মাত্র তিন মিনিট পর দূরপাল্লার শটে দলের পঞ্চম গোলটি করেন দমিনিক সোবোসলাই।
শুরুতে গোল হজম করলেও পুরো ম্যাচে লিভারপুলের আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল দখলে রেখে তাদের নেওয়া ১৭ শটের মধ্যে লক্ষ্যে ছিল ১৪টি। অন্যদিকে ফ্রাঙ্কফুর্টের নেওয়া ৪টি শটের মধ্যে লক্ষ্যে ছিল একটি।
এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের দশম স্থানে উঠে এসেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচ শেষে প্রথম ৫ দলের পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে পিএসজি। এরপর যথাক্রমে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ যথাক্রমে দুই, তিন, চার ও পাঁচে অবস্থান করছে।