চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে রিয়াল, যেভাবে খেলা দেখবেন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ। ফুটবল প্রেমীদের কাছে উন্মাদনার বড় এক আসর এটি। আর খেলা যদি হয় রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের তাহলে সেই উন্মাদনায় বাড়তি এক মাত্রা যোগ হয়। দর্শকদের সেই উন্মাদনা দিতে মাঠে নামছে লস ব্লাঙ্কোরা।
আজ বুধবার (২২ অক্টোবর) রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যূতে অনুষ্ঠিত ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস ২ তে।
জাভি আলোন্সোর অধীনে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল। তার অধীনে দারুণ ছন্দেও আছে দলটি। চ্যাম্পিয়নস লিগে এর আগে দুটি ম্যাচ খেলেছে লস ব্লাঙ্কোরা। শতভাগ জয় তুলে নিয়েছে তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই তৃতীয় ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে আজ মাঠে নামবে তারা।
জুভেন্টাসের চেয়ে কিছুটা এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামবে আলোন্সোর দল। দুই দলের সবশেষ পাঁচ দেখায় রিয়ালের জয় তিনটি ম্যাচে। বাকি দুটি ম্যাচ জিতেছে জুভেন্টাস। এই পাঁচ ম্যাচে রিয়াল জুভেন্টাসের জাল খুঁজে নিয়েছে আটবার। আর জুভেন্টাস জাল খুঁজে পেয়েছে ছয়বার।
তবে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে না রিয়াল। বিশেষ করে ডিফেন্সের প্রথম পছন্দের তিনজনকে পাচ্ছেন না আলোন্সো। আন্টোনি রুডিগার, ট্রেন্ট আলেক্সান্ডার আনর্ল্ড, দানি কারবাহাল, দানি সিবায়োসের মতো ডিফেন্ডাররা চোট আর কার্ডজনিত কারণে খেলতে পারছেন না জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ফলে ডিফেন্সের সেই দুর্বলতা নিয়েই মাঠে নামতে হবে রিয়ালকে।
তবে চলতি মৌসূমে দারুণ ছন্দে আছে রিয়াল। সর্বশেষ খেলা পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। বিপরীতে, নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। চার ম্যাচে করেছে ড্র আর সর্বশেষ ম্যাচে হেরেই বসেছে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে হারের বৃত্ত থেকে বের হতে চাইবে জুভেন্টাস। তবে সেটি তাদের জন্য মোটেও সহজ কাজ হবে না। কারণ ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমেও সেই ধারা অব্যাহত রেখেছে তারা। যেকোনো দলের জন্যই কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত মাদ্রিদ।
নতুন ধাচে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে আছে রিয়াল। দুই ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের আট নম্বরে আছে তারা। এক ম্যাচ বেশি খেলা পিএসজি আছে শীর্ষে।
অন্যদিকে, দুই ম্যাচ খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি জুভেন্টাস। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪ নম্বরে আছে তারা। নতুন নিয়মে এই ২৪ দলই সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব পার করতে।