লোপেজের ইতিহাসগড়া হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়

চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে পিএসজির বিপক্ষে হারের ধাক্কাটা সামলে নিয়ে আবারও জয়ে ফিরেছে বার্সেলোনা। চোটে জর্জরিত বার্সেলোনা অলিম্পিয়াকোসের বিপক্ষে হোম ম্যাচে রীতিমতো গোল উৎসব করেই জয় পেয়েছে। আর এই গোল উৎসবের ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন চোট কাটিয়ে ফেরা ফারমিন লোপেজ।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। লোপেজের হ্যাটট্রিক করার ম্যাচে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড। আরেকটি গোল এসছে লামিনে ইয়ামালের পা থেকে।
চোটের কারণে রবার্ট লেভানডফস্কি, রাফিনহা, দানি ওলমোরা এই ম্যাচে না থাকলেও ২২ বছর বয়সী লোপেজ এইদিন রেকর্ড গড়েই বার্সাকে জয় এনে দিয়েছেন। বার্সার ইতিহাসে লোপেজই প্রথম স্প্যানিশ ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন। বার্সার জার্সিতে এখন পর্যন্ত ৬০০–এর বেশি স্প্যানিশ ফুটবলার খেললেও লোপেজের আগে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক ছিল না কারও।
এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলা বার্সা সপ্তম মিনিটেই লোপেজের গোলে এগিয়ে যায়। এরপর ৩৯তম মিনিটে তার গোলেই আবার ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করে অলিম্পিয়াকোস। তারা কিছুটা চাপ তৈরি করলেও ৫৭ মিনিটে সান্তিয়াগো হেজে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায়। এরপর ১০ জণের অলিম্পিয়াকোসের সাথে রীতিমতো ছেলেখেলা করেছে বার্সেলোনা।
৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ইয়ামাল। ৭৪ ও ৭৯ মিনিটে রাশফোর্ড করেন জোড়া গোল। এরই মাঝে লোপেজ ৭৬ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করে ইতিহাস গড়েন।
এতেই ৬-১ গোলের বড় জয় নিশ্চিত করেছে বার্সেলোনা। পুরো ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রেখে ১৪টি শট নেয় বার্সা, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে, অলিম্পিয়াকোস ৫ শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছে।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ শেষে ২ জয়ে বার্সেলোনার সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ২ হার ও ১ ড্রতে অলিম্পিয়াকোসের পয়েন্ট মাত্র ১।