সাবিনাকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
অধিনায়ক হিসেবে দুইবার বাংলাদেশকে সাফ শিরোপা জিতিয়েছেন সাবিনা খাতুন। কিন্তু জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে লম্বা সময় দলের রাডারের বাইরে তিনি। সাবিনা আবারও জাতীয় দলে ফিরলেন অধিনায়ক হয়ে। তবে ফুটবল নয়, এবার তার প্রত্যাবর্তন হলো ফুটসালের মাধ্যমে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদেস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই দলের অধিনায়ক করা হয়েছে সাবিনাকে। তার সহ-অধিনায়ক করা হয়েছে আরেক বিদ্রোহী ফুটবলার মাতসুসিমা সুমাইয়াকে। এই দুজন ছাড়াও বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে আছেন মাসুরা পারভীন, কৃষ্ণা রাণী সরকার।
অন্যদিকে, বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। তারা দুইজন কয়েক বছর ধরে জাতীয় দলের ক্যাম্পের বাইরে। তাদের প্রত্যাবর্তনও হচ্ছে এই ফুটসালের মাধ্যমে। এই দুজনকেও রাখা হয়েছে চূড়ান্ত স্কোয়াডে।
এর আগে নারী ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দল গোছাতে ৭০ জনকে নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। সেখান থেকে ২৫ জনকে নিয়ে মিরপুরের ডি বক্সে প্রাথমিক ক্যাম্প করেছিল দল। ক্যাম্প শেষে ২৫ জনের মধ্য থেকে ১৮ জনকে নিয়ে ঘোষণা করা হয়েছিল প্রাথমিক স্কোয়াড।
প্রসঙ্গত, বাংলাদেশ নারী ফুটবল দল ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টেও বাংলাদেশ সাবিনার অধিনায়কত্বে খেলেছে। সাত বছর পর আবার নারী ফুটসাল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। এবারও অধিনায়ক সাবিনা।
বাংলাদেশের স্কোয়াড
সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুসিমা সুমাইয়া (সহ-অধিনায়ক), মাসুরা পারভীন (সহ-অধিনায়ক ২), কৃষ্ণা রাণী সরকার (সহ-অধিনায়ক ৩), লিপি আক্তার, মেহেরুন আক্তার, রাত্রী মণি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমীন নিলা, মিশরাত জাহান মৌসুমী, মারজিয়া, সাথী বিশ্বাস, এলাইট রাণী, স্বপ্না আক্তার জিলি।

স্পোর্টস ডেস্ক