বেলিংহামের গোলে রিয়ালের টানা তৃতীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ের ধারায় অটুট রইল স্প্যানিশ ক্লাবটি। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শাবি আলোনসোর দল। মৌসুমে প্রথমবার গোলের দেখা পেয়েছেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।
এদিন ঘরের মাঠে আধিপত্য ধরে রেখেই জয় তুলে নিয়েছে রিয়াল। ম্যাচজুড়ে আক্রমণ কিংবা বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারাই। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে ২৬টি শট নেয় রিয়াল, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। জুভেন্টাসের নেওয়া ১১ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৬টি।
ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ছিল জুভেন্টাস। প্রথম ১৫ মিনিটের মধ্যে তিনবার গোলের সুযোগও তৈরি করে ইতালিয়ান ক্লাবটি। তবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডারদের দৃঢ়তায় রক্ষা পায় স্বাগতিকরা। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৪০তম মিনিটে বক্সের ভেতর বাম দিক থেকে এমবাপ্পের নেওয়া কোনাকুনি শট ফিরিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক। প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে ৪৮তম মিনিটে ডিফেন্ডার এদার মিলিতাও বক্সের ভেতর থেকে কালুলুর শট ঠেকিয়ে বাঁচিয়ে দেন রিয়ালকে। এর দুই মিনিট পর পাল্টা আক্রমণে দুসান ভ্লাহোভিচের এই প্রচেষ্টা রুখে দেন কোর্তোয়া।
৫৭তম মিনিটে আসে রিয়ালের কাঙ্ক্ষিত গোল। ভিনিসিয়াস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে এলে কাছে থেকে তা বল জালে জড়ান বেলিংহ্যাম। এরপর দুদলই আরো বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। এতই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন রইলো জুভেন্টাস। এবারের আসরে চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তাদের প্রথম হার। এর আগে বরুশিয়া ডর্টমুন্ড (৪-৪) ও ভিয়ারেয়ালের (২-২) বিপক্ষে ড্রয়ের পর এবার হারের দেখা পেলো হলো তুরিনের ক্লাবটি।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পেয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে আছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচ শেষে ৫ দলের পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে পিএসজি। এরপর যথাক্রমে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল যথাক্রমে দুই, তিন ও চারে অবস্থান করছে।