ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসেলের জয়ের রাতে হারল চেলসি
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাফল্যের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল শনিবার (২৫ অক্টেবর) ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৪-২ গোলে হারিয়ে করে তারা টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইউনাইটেড। আরেক ম্যাচে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসেল। অন্যদিকে চেলসির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সান্ডারল্যান্ড।
এদিন ম্যাচের শুরুতেই ইউনাইটেড ছিল আক্রমণাত্মক। ২৪ মিনিটে কাসেমিরোর পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়ান ম্যাথিউস কুনিয়া। এরপর ১০ মিনিট পরে কাসেমিরোর শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে বেঞ্জামিন সেসকোর পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরাল শটে বল জালে জড়ান ব্রায়ান এমবেউমো।
তবে ৭৪ মিনিটে যখন ড্যানি ওয়েলবেক একটি চমৎকার ফ্রি কিকে ব্যবধান কমায় ব্রাইটন। এরপর ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জেমস মিলনারের কর্নারে দারুণ হেডে গোল করে ব্যবধান ৩-২ করেন গ্রিক ফরোয়ার্ড কস্তুলাস।
এর চার মিনিট পর সেন্টার-ব্যাক এইডেন হেভেনের মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু বল ডি-বক্সে পেয়ে জোরাল শটে আরও একবার বল জালে জড়ান এমবেউমো।
আরেক ম্যাচে সেন্ট জেমস পার্কে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসেল। ম্যাচের ১৮ মিনিটেই নিউক্যাসেলকে এগিয়ে নেন জ্যাকোব মারফি। এতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নিউক্যাসল।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান সাসা লুকিক। এরপর ম্যাচের একদম শেষ মিনিটে ব্রুনো গুইমারেসের গোলে প্রত্যাবর্তন করে নিউক্যাসল। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউক্যাসল।
অন্যদিকে আরেক ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরে বসেছে চেলসি। ম্যাচের মাত্র ৪ মিনিটেই আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু লিডটা ধরে রাখতে পারেনি ব্লুজরা। ২২ মিনিটে উইলসন ইসডোরের গোলে সমতায় ফিরে সান্ডারল্যান্ড। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে সমতা নিয়ে।
এর পর দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পর্যন্ত সমতায় ছিল ম্যাচটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কেমসডাইন তালবির গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। এতেই ২-১ গোলে হেরে যায় এনজো মারেস্কার শিষ্যরা।
এই জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্র নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নিউক্যাসেল আর ১৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে চেলসি।

স্পোর্টস ডেস্ক