বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-ভারত ম্যাচ
ম্যাচ শুরুর আগে পরে মিলিয়ে মোট চারবার হানা দিল বৃষ্টি। ৫০ ওভারের খেলা নামিয়ে আনা হলো ২৭ ওভারে। কিন্তু তবুও আর ফলাফল বের করা গেল না। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পুরোপুরি খেলতে পারল না বাংলাদেশ। অবশ্য এটি এক দিক থেকে বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। ব্যাটিং ব্যর্থতায় হারের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। সেখানে থেকে অন্তত একটি পয়েন্ট পাওয়া গেছে। সঙ্গে হারের তকমা থেকে রেহাই পাওয়া গেছে।
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ রোববার (২৬ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ ২৭ ওভারে কমিয়ে আনা হয়। তবে ডিএলএস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের।
রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে ভারত। ৭ ওভারেই তুলে নেয় দলীয় হাফসেঞ্চুরি। কিন্তু এরপর আর ১ ওভার ৪ বল খেলার পরই আবারও বৃষ্টি হানা দেয়। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। ততক্ষণে ভারতের স্কোরবোর্ডে যোগ হয়ে যায় ৫৭ রান। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন স্মৃতি মান্ধানা আর আমাজত কর ২৫ বলে ১৫ রানে।
আরও পড়ুন : ভারতে চার রাত ধরে ঘুমাতে পারছেন না ক্রিকেটাররা
বৃষ্টির বাধায় ম্যাচ শুরু হতে দেরি হয় প্রায় ঘণ্টা খানেক। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে ফেরেন সুমাইয়া আক্তার। কিছুক্ষণ পরই আরেক ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকও বিদায় নেন ৩২ বলে ১৩ রান করে।
এরপর আরেকদফা হানা দেয় বৃষ্টি। এবার বৃষ্টির রাজত্ব ছিল আরও বেশি সময়। যে কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় ২৭ ওভারে। বৃষ্টি শেষে খেলতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে লম্বা করেছে ব্যর্থতার লাইন।
শুরুটা হয় অধিনাক নিগার সুলতানা জ্যোতিকে দিয়ে। ননস্ট্রাইক প্রান্ত থেকে রানআউট হন তিনি। যেই আউটের পুরোটা জুড়ে ছিল জ্যোতির ধীরতায় ভরা। যথেস্ট সুযোগ পেয়েও ক্রিজে ব্যাট রাখতে পারেননি তিনি। ২৪ বলে ৯ রানে বিদায় নেন তিনি।
এরপর উইকেটে নেমে হাত খুলে খেলা শুরু করেছিলেন সোবহানা মোস্তারি। ঝড়ের আভাস দিয়ে বেশি সময় টিকতে পারেননি তিনি। ৪ চারে ২১ বলে ২৬ রান করে ফেরেন সোবহানা।
এরপর বাকিরা ছিলেন যাওয়া-আসার ভিড়ে। কেউই দলের দায়িত্ব নিতে পারেননি। মাঝে ফেরত যান তিন নম্বরে নেমে একপ্রান্ত আগলে রাখা শারমিন আক্তার সুপ্তাও। তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ৩৬ রান।
আরও পড়ুন : বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি হচ্ছে?
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রাধা যাদব। দুটি উইকেট গেছে শ্রী চারানির ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন রেনুকা সিং, দীপ্তি শর্মা আর আমানজত কর।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৯ ওভারে ১১৯/৯ (সুমাইয়া ২, রুবাইয়া ১৩, শারমিন ৩৬, জ্যোতি ৯, সোবহানা ২৬, স্বর্ণা ২, নাহিদা ৩, রাবেয়া ৩, রিতু ১১, নিশি ৪*, মারুফা ২*; রেনুকা ৫-০-২৩-১, দীপ্তি ৫-২-২৪-১, আমানজত ৫-০-১৮-১, শ্রী চারানি ৬-০-২৩-২, রাধা ৬-০-৩-০)
ভারত : ৮.৪ ওভারে ৫৭/০ (স্মৃতি ৩৪, আমাজত ১৫; মারুফা ২-০-২৫-০, নিশি ২-০-১৮-০, নাহিদা ২-০-১২-০, রাবেয়া ১.৪-০-৭-০, রিতু ১-০-৫-০)
ফলাফল : খেলা পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক