এনসিলের দ্বিতীয় দিন
আফিফের হ্যাটট্রিক, দুই সেঞ্চুরির সঙ্গে দুই ফাইফার
জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসর শুরু হয়েছে গতকাল। প্রথম দিনে দাপট ছিল শুধুই ব্যাটারদের। দ্বিতীয় দিনেও সেটি দেখা গেছে। তবে ব্যাটারদের সঙ্গে বোলাররাও আজ আধিপত্য দেখিয়েছেন। বিশেষ করে স্পিনাররা। আজ রোববার (২৬ অক্টোবর) সেঞ্চুরি এসেছে দুটি। অন্যদিকে, এক হ্যাটট্রিকের সঙ্গে দুটি ফাইফারও দেখা গেছে।
রংপুর-ঢাকা বিভাগ ম্যাচ
বয়সটা ৩৯ ছুঁইছুঁই। তবে নাঈম ইসলামের মাঠের খেলায় তেমনটা মনে হলো না। সাবলিল ব্যাটিং করে গেলেন রংপুরের হয়ে। এমনিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি নাঈমের। আজ ৩৪তম সেঞ্চুরিতে সেটিকে আরও নিজের করে নিলেন তিনি।
আরও পড়ুন : আমি চাই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন
সিলেট একাডেমি মাঠে জবাব দিতে নেমে সেভাবে কাউকেই সঙ্গী হিসেবে পাননি নাঈম। তবে নিজের অভিজ্ঞতা ঢেলে দিয়ে একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন তিনি। বাকিদের ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল হয়ে ফুটে ওঠেন নাঈম। ১৯৯ বলে তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২২১ বলে ১১১ রানে অপরাজিত আছেন নাঈম।
৯৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছে রংপুর। ঢাকার চেয়ে ৮৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। এর আগে ৬৩.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২১ রানে থেমেছিল ঢাকা।
ময়মনসিংহ-সিলেট বিভাগ
চারদিনের এনসিএলের নবাগত দল ময়মনসিংহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা খেলছে স্বাগতিক সিলেট বিভাগের বিপক্ষে। প্রথমদিনে ময়মনসিংহের হয়ে আলো ছড়িয়েছিলেন আরিফুল ইসলাম। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি।
দ্বিতীয় দিন নায়ক হয়ে এলেন আবু হায়দার রনি। ৮ নম্বর ব্যাটার হিসেবে নেমে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ওয়ানডে স্টাইলে খেলে শেষ পর্যন্ত ১০৫ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি। আরিফুল আর আবু হায়দারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০১ রানের বড় পুঁজি পায় ময়মনসিংহ।
আরও পড়ুন : তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন লিটন দাস
জবাব দিতে নেমে ৫৭ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে সিলেট। এখনো পিছিয়ে আছে ২০৩ রানে। ১ চারে ১১ রানে অপরাজিত তোফায়েল, ৩ চারে ১৪ রানে খেলছেন রেজাউর। সিলেটের পড়া পাঁচটি উইকেটই নেন রকিবুল হাসান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চমবার এই স্বাদ পেলেন বাঁহাতি এই স্পিনার।
রাজশাহী-চট্টগ্রাম বিভাগের ম্যাচ
রান তাড়ায় নেমে গতকাল দিনের শেষেই বড় ধাক্কা খেয়েছিল রাজশাহী। ঘরের মাঠ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনেও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। বরং হাসান মুরাদের স্পিন বিষে নীল হয়েছে তারা। সাব্বির হোসেন আর সাব্বির রহমানের হাফসেঞ্চুরির পর ৫৪.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে গেছে রাজশাহী।
প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ৪০১ রানের বড় পুঁজি দাঁড় করানো চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসেও বড় রানের দিকে ছুটছে। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সাগর পাড়ের দলটি। সবমিলিয়ে ৩৩৮ রানের বিশাল লিড পেয়েছে চট্টগ্রাম।
চট্টগ্রামের হয়ে ১৮.৪ ওভারে ৬ উইকেট শিকার করে একাই রাজশাহীকে ধসিয়ে দিয়েছেন স্পিনার হাসান মুরাদ।
খুলনা-বরিশাল বিভাগের ম্যাচ
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চলছে খুলনা বিভাগ আর বরিশাল বিভাগের ম্যাচ। প্রথম ইনিংসে কোনো সেঞ্চুরি ছাড়াই ৩১৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল খুলনা। সেই রান তাড়া করতে নেমে মহাবিপদে পড়েছে বরিশাল। ফলোঅনে পড়েছে দলটি।
আরও পড়ুন : প্রথম দিনেই চার সেঞ্চুরি দেখল এনসিএল
রান তাড়ায় নেমে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বরিশাল। আফিফ হোসেন ধ্রুবর স্পিন ঘূর্ণির কোনো জবাবই খুঁজে পায়নি বরিশালের ব্যাটাররা। শামসুল ইসলাম অনিক, ইয়াসিন আরাফাত মিশু ও রুয়েল মিয়াকে ফিরিয়ে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন আফিফ। ১২৬ রান গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়ে বরিশাল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও নিজেদের মেলে ধরতে পারেননি বরিশালের ব্যাটাররা। ৩৯.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। এখনো পিছিয়ে আছে ৬৮ রানে।
প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে আফিফ একাই গুড়িয়ে দেন বরিশালকে।

স্পোর্টস ডেস্ক