স্কুপ শটে সেঞ্চুরি, শততম টেস্টের আগে আত্মবিশ্বাসী মুশফিক
টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজে দেশের প্রথম ক্রিকটোর হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন তিনি। তবে তার আগে ঘরোয়া লিগে সেঞ্চুরি করে নিজের প্রস্তুতিটা সাড়লেন দারুণভাবে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় লিগে সিলেট দলের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটার। গতকাল সিলেটে আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৯৩ রানে অপরাজিত থেকে দিনশেষ করেন তিনি। আজ সকালে স্কুপ শটে বাউন্ডারি মেরে সেঞ্চুরি হাঁকালেন, এরপর উদযাপনও করলেন ক্ষ্যাপাটে। শততম টেস্টে খেলতে নামার আগে জানান দিলেন নিজের আত্মবিশ্বাসের।
আরও পড়ুন : জাতীয় দলে আবারও নতুন ভূমিকায় রাজ্জাক
আজ সকালে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে ব্যাটিং করতে নামনে মুশফিক। তখন সিলেটের ৩ উইকেট হাতে আছে। দিনের দ্বিতীয় ওভারেই আউট ইবাদত হোসেন, এক ওভার পরেই আউট হলেন সৈয়দ খালেদ আহমেদও। মুশফিক তখন অপরাজিত ৯৬ রানে।
সেঞ্চুরি হবে কি হবে না এই নিয়ে শঙ্কায় থাকা মুশফিককে এরপর ভালোভাবেই সঙ্গ দিলেন নাবিল সামাদ। মাঠে নেমে ওভারের শেষ বলে দেখেশুনে ছেড়ে দিলেন। পরের ওভারের স্ট্রাইক পেয়ে দ্বিতীয় বলে স্কুপ শটে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন।
সেঞ্চুরি করেই বোলার এনামুলের দিকে মুষ্ঠিবদ্ধ হাত দেখিয়ে হুঙ্কার ছুড়লেন। এরপর আগুনে দৃষ্টিতে বোলারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরে উদযাপন সাড়লেন।
আরও পড়ুন : নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, কে কত পাবেন?
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ তম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক, যার মধ্যে টেস্ট সেঞ্চুরি ১২টি। সিলেটের ইনিংস শেষও হয়েছে মুশফিকের আউট হওয়ার মধ্য দিয়ে। ২০৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৫ রান করে বাঁহাতি স্পিনার তাইবুর রহমানের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।
মুশফিকের বিদায়ে সিলেটের ইনিংস শেষ হয় ২৯০ রানে। ২০ রানের লিড পায় ঢাকা বিভাগ।

                  
                                                  স্পোর্টস ডেস্ক