জাতীয় দলে আবারও নতুন ভূমিকায় রাজ্জাক
জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। সেই দায়িত্ব ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেন তিনি। খুলনা বিভাগ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পরিচালক হয়ে আসেন বোর্ডে। এরপর দায়িত্ব পান নারী উইংয়ের। এবার আবারও পুরুষ জাতীয় দলে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।
আজ সোমবার (৩ নভেম্বর) দ্বিতীয় বোর্ড সভায় বসেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। সেখানে সিদ্ধান্ত হয়েছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রাজ্জাক। বিসিবির সভা শেষে এ কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
চলতি মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১১ নভেম্বর। আর ২৭ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সেই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পরেরদিন অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সেখানে নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় আব্দুর রাজ্জাককে। সেই দায়িত্বের সঙ্গে এবার নতুন দায়িত্ব যুক্ত হলো রাজ্জাকের।
এর আগে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। অনেকটা আলোচনার বাইরে থেকে এসে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
সে সময় নির্বাচক পদ ছেড়ে নির্বাচন করার কারণ জানিয়ে আব্দুর রাজ্জাক বলেছিলেন, ‘আমি বিসিবির নির্বাচক পদে এতোদিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই যেন জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে তারা যেন কিছু শিখে আসে। সেই জায়গায় কাজ করতে চাই।’

                  
                                                  স্পোর্টস ডেস্ক