মাঠে নামার আগে সুখবর পেলেন সাকিব-নাসুম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরে সিরিজ শুরু করেছে টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন নাসুম আহমেদ-তানজিম আহমেদ সাকিবরা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়িয়েছেন তারা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে সেটার পুরস্কার পেলেন তারা।
আজ বুধবার (২৯ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাসুম আর সাকিব।
প্রথম ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়েছিলেন নাসুম। কোনো উইকেট না পেলেও কিপ্টে বোলিংয়ে বাকিদের উইকেট পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এরপর ব্যাট হাতেও ছোট্ট এক ক্যামিও খেলেন তিনি। ৩ চার আর এক ছক্কায় ১৩ বলে করেন ২০ রান।
অলরাউন্ড পারফরম্যান্সে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এই সপ্তাহের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ধাপ এগিয়েছেন নাসুম। বর্তমানে ক্যারিয়ার সেরা ৬৭ নম্বরে ওঠে এসেছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন নাসুম। ৯ ধাপ এগিয়ে ওঠে এসেছেন ২৯ নম্বরে।
ক্যারিবীয়দের বিপক্ষে বল হাতে একটু খরুচে হলেও ব্যাট হাতে দলকে জয়ের আশা দেখিয়েছিলেন তিনি। ৩ চার আর এক ছক্কায় ২৭ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছিলে তিনি। সেই ইনিংস দিয়ে তিনি লাফ দিয়েছেন ১৮ ধাপ। নাসুমের পরেই ৬৮ নম্বরে আছেন তিনি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও বোলারদের র্যাঙ্কিংয়ে পিছয়েছেন সাকিব। উইকেট শূন্য ম্যাচের কারণে ৬ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে এসেছেন সাকিব।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়েছেন সাইফ হাসান। তিনি নেমে গেছেন লিষ্টের শেষ অর্থাৎ ১০০ নম্বরে। ৩ ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে নেমে এসেছেন প্রথম ম্যাচে না খেলা শেখ মেহেদি। এছাড়া আগের মতোই ৫১ নম্বরে আছেন রিশাদ হোসেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন শেখ মেহেদি। ২২ থেকে নেমে ২৩ এ গেছেন তিনি। তাসকিন আহমেদও একধাপ পিছিয়ে ৩৪ থেকে এখন আছেন ৩৫ নম্বরে। তিন ধাপ করে পিছিয়েছেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ (৬৯)। ৪২ থেকে নেমে শরিফুল ৪৫ এ এবং হাসান ৬৬ নথেকে ৬৯ নম্বরে।
এক ধাপ এগিয়েছেন স্পিনার রিশাদ হোসেন। ২৫ এ থাকা এই তারকা এখন ২৪ নম্বরে আছেন। আগের মতোই ১১ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে ফিজই সবার ওপরে।

স্পোর্টস ডেস্ক