চোটে পড়া সোহান-শরিফুল কী আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারবেন?
সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোটে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম আর উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। শরিফুল চোটে পড়েছিলেন শেষ ওয়ানডেতে আর সোহান শেষ টি-টোয়েন্টিতে।
চলতি মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। অনেক ক্রিকেট ভক্তের মনেই প্রশ্ন দেখা দিয়েছে, সেই সিরিজে এই দুই ক্রিকেটারকে দেখা যাবে কি?
বিসিবির ফিজিও দেবাশীষ চৌধুরী এনটিভি অনলাইনকে আজ সোমবার (৩ নভেম্বর) বলেন, ‘সোহান ও শরিফুলের এমআরআই করানো হয়েছে। সোহানের অ্যাঙ্কেল স্ট্রেইন ও শরিফুলের মাসল স্ট্রেইন আছে। আপাতত তারা বিশ্রামে আছেন। ১০ দিন পরে আবারও পরীক্ষা করা হবে।’
স্ট্রেইন মূলত, নির্দিষ্ট স্থানে আঘাত পাওয়া বোঝায়। যেটাকে মচকে যাওয়াও বলা হয়। সাধারণত ১৫-২০ দিন সময় লাগে এটি থেকে সেরে উঠতে। বিসিবির একটি সুত্রও এমনটি জানিয়েছে। চোট থেকে ফিরতে সোহানকে বিশ্রামে থাকতে হবে ৩ সপ্তাহ আর শরিফুলকে ২ সপ্তাহ।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর। ২৯ নভেম্বর খেলবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর ৩ ডিসেম্বর শাঠে গড়াবে শেষ ম্যাচ। সূত্র অনুযায়ী, এর আগেই সুস্থ হয়ে উঠবেন এই দুজন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির ১১তম ওভারে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সোহান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং এক্স-রে করার পর প্লাস্টার করানো হয় তার। এরপর রাতেই হাসপাতাল থেকে হোটেলে ফেরেন সোহান।
অন্যদিকে, শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম। এর পর থেকে বিসিবির পর্যবেক্ষণে আছেন তিনি। জানা গেছে, শরিফুলের হ্যামস্ট্রিং ঠিক হতে লাগবে ২ সপ্তাহের মতো।
ক্যাপশন
নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। ছবি : বিসিবি

স্পোর্টস ডেস্ক