ক্রিকেটার শরিফুলের মানবিক উদ্যোগ

এদেশের মানুষের কাছে ক্রিকেটাররা হিরোর চেয়ে কম নয়। তাদের সুখে সুখ খুঁজে নেয় দর্শক, দুঃখে হয় সমব্যথী। ক্রিকেটাররাও খেলেন আমজনতার জন্য। খেলার পাশাপাশি জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম নিলেন মানবিক উদ্যোগ।
আজ শনিবার (৪ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শরিফুল একটি ঘোষণা দেন। তিনি জানান, এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে যতবার ম্যাচসেরা হবেন, সেই অর্থ তিনি ব্যয় করবেন এলাকার অসহায় মানুষের জন্য।
শারজায় গতকাল আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এক সময় হারের শঙ্কা তৈরি হলেও দারুণ পারফরম্যান্সে রুদ্ধশ্বাস জয় এনে দেন শরিফুল। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে হয়েছেন ম্যাচসেরা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে খুশি তিনি।
শরিফুল বলেন, ‘এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।’