মুশফিকের শততম টেস্ট সবার উদযাপন করা উচিত
শততম টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলা ক্রিকেটার হতে মুশফিকের প্রয়োজন দুটি ম্যাচ। সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে সেটি পূর্ণ হবে। শুধু মুশফিকের জন্য নয়, দেশের ক্রিকেটেই এটি বড় ব্যাপার।
এমন উপলক্ষ সবার উদযাপন করা উচিত বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ফাহিম জানান, শুধু বিসিবিই নয়, মুশফিকের শততম টেস্টের উপলক্ষ সবারই সেলিব্রেট করবে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন, আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটা সেলিব্রেট করা উচিত। শুধু ক্রিকেট বোর্ড সেলিব্রেট করবে তা নয়, আমি মনে করি যারা ক্রিকেট অনুসরণ করেন তারাও সবাই সেলিব্রেট করবেন। বিসিবি এটা সেলিব্রেট করবে কি না, আমি এই প্রশ্নের মুখোমুখি হয়েছি অনেকবার। তার মানে সবাই এই ব্যাপারটা জানে।’
২০০৫ সালে লর্ডসে ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে মুশফিকের। সেই থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৩২৮ রান করেছেন ৩৮ বছর বয়সী মুশফিক। যাতে আছে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটি, গড় ৩৮.১২। টেস্টে বাংলাদেশের প্রথম ডবল সেঞ্চুরি এসেছে মুশফিকের হাত ধরেই।
নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। ৬ নভেম্বর বাংলাদেশে আসবে দলটি। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

স্পোর্টস ডেস্ক