সেঞ্চুরি না হলেও পন্টিংয়ের পাশে মুশফিক
শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা হয়নি মুশফিকুর রহিমের। নামের পাশে যখন অপরাজিত ৫৩ রান, তখন ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিককেও আজ শনিবার (২২ নভেম্বর) ছাড়তে হয়েছে মাঠ। সেঞ্চুরি না পেলেও একটা জায়গায় ঠিকই কিংবদন্তি রিকি পন্টিংয়ের পাশে বসেছেন তিনি।
শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ও ন্যূনতম ফিফটির রেকর্ড এতদিন ছিল পন্টিংয়ের দখলে। শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি। ২০০৬ সালে সিডনিতে ক্যারিয়ারের শততম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১২০ ও অপরাজিত ১৪৩ রান করে অনন্য এক রেকর্ড গড়েন।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকও (১০৬)। দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৩ রানের ইনিংস। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও ন্যূনতম ফিফটি করলেন মুশফিক।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে মুশফিক জানিয়েছিলেন, ব্যক্তির আগে দল বড়। সেটিই যেন প্রমাণ করলেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন ইনিংস ঘোষণা করেন, মুশফিকের সামনে শতরানের সুযোগ ছিল। তবে, নিজের চেয়ে দলকেই এগিয়ে রাখলেন সাবেক এই অধিনায়ক।
ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড ৫০৮ রানের। আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য এখন ৫০৯ রানের। এই ম্যাচে জিততে হলে আইরিশদের গড়তে হবে বিশ্বরেকর্ড। এর আগে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তাড়ায় জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা।

স্পোর্টস ডেস্ক