নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, কে কত পাবেন?
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সাফল্যেরে দেখা পায়নি, অর্জন বলতে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়। কিন্তু এবারের আসরে বড় দলগুলোর বিপক্ষে নিগার-মারুফারা লড়াকু পারফরম্যান্স দেখিযেছে। তিনটি ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে। বিশ্বকাপ শেষে তাই দেশে এসে সুখবর পেলেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। তাদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার (৩ নভেম্বর) মিরপুরে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৫ জন নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন এক লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করা হচ্ছে। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা আগে পেতেন এক লাখ টাকা, এখন পাবেন এখ লাখ ৩৫ হাজার টাকা।
‘সি’ ক্যাটাগরির বেতন ৭০ হাজার থেকে বেড়ে হয়েছে ৯৫ হাজার টাকা, আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা ৬০ হাজারের বদলে পাবেন ৮০ হাজার টাকা করে। এ ছাড়া দলের অধিনায়ক অতিরিক্ত ৩০ হাজার এবং সহ-অধিনায়ক ২০ হাজার টাকা করে পাবেন।
নারী ক্রিকটারদের নতুন চুক্তিটি কার্যকর হয় এবছরের ১ জুলাই থেকে। নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি ।
‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।
এছাড়া চুক্তির বাইরে থাকা কোন ক্রিকটোর জাতীয় দলে জায়গা পেলে তিনি মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

স্পোর্টস ডেস্ক