লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ
নতুন মৌসুমে শাবি আলোনসোর অধীনে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষস্থানে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও শতভাগ জয় ধরে রেখেছে তারা। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে তারা মুখোমুখি হচ্ছে লিভারপুলের। কিন্তু অ্যানিফিল্ডে মাঠে নামার আগে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ।
রিয়ালের তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার মাস্তানতুয়োনো এই ম্যাচে খেলতে পারবেন না। ক্লাবের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই ফুটবলার ‘স্পোর্টস হার্নিয়া’তে ভুগছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মাস্তানতুয়োনো কবে ফিরবেন সেটি এখনও অনিশ্চিত। তবে আজকের ম্যাচে তিনি নিশ্চিভাবেই থাকছেন না।
আরও পড়ুন : এল ক্ল্যাসিকো জয়ের পর মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ
ম্যাচের আগে সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে শেষ অনুশীলন করে রিয়াল। কিন্তু আলোনসো এবার শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। ম্যাচের আগে গতকালের সেই অনুশীলনেও মাস্তানতুয়োনোকে দেখা যায়নি।
এর আগে ‘এল ক্লাসিকো’তে বার্সোলোনার বিপক্ষে জয়ের ম্যাচে রিয়ালের অধিনায়ক দানি কারভাহাল চোটে পড়েন। ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের ডান হাঁটুতে আবারও অস্ত্রোপচার করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স ক্লাব সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন কারভাহাল। ২০২৫ সালের বাকি সময়টায় আর খেলতে পারবেন না তিনি।
কারভাহালের চোটের ইতিহাস অবশ্য অনেক দিনের। ২০২৪ সালের অক্টোবরে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচে তার হাঁটুর দুটি লিগামেন্ট ও একটি টেন্ডন ছিঁড়ে যায়, যার ফলে তিনি আগের মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন।
আরও পড়ুন : উত্তেজনায় ঠাসা মৌসুমের প্রথম ক্লাসিকো রিয়াল মাদ্রিদের
সম্প্রতি দারুণ ফর্মে আছে রিয়াল। মৌসুমে ১৪ ম্যাচের ১৩ টিতেই জয় তুলে নিয়েছে তারা। একমাত্র ম্যাচে হেরেছে মাদ্রিদ ডার্বিতে, অ্যাতলেতিকো মাদ্রিদরে বিপক্ষে। অন্যদিকে প্রতিপক্ষ লিভারপুলের অবস্থার উল্টো। সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের আগে আগে এক মাসে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে তারা।
রিয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ১৪ ম্যাচে ১৮ গোল করে আছেন দুর্দান্ত ফর্মে। তবে দুই দলেরই কিছু অনিশ্চয়তা আছে—লিভারপুলের ট্রেন্ট পুরোপুরি ফিট নন। কারভাহালের জায়গায় ডানপাশে আজ খেলতে পারেন ফেদে ভালভার্দে।

স্পোর্টস ডেস্ক