লিগ বর্জন করা ক্লাবের বিরুদ্ধে বিসিবির কঠোর সিদ্ধান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের সময় থেকেই সংস্থাটির সঙ্গে ঢাকার ক্লাবগুলোর দ্বন্দ্ব চলমান। গতকাল সোমবার (৩ নভেম্বর) নতুন বোর্ডের অধীনে লিগ বর্জনের কথা জানিয়ে ঢাকার ৪৩টি ক্লাব বিসিবিকে চিঠি দেয়। এরপর সেই ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি।
গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আসন্ন মৌসুমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে কোনো দল লিগে অংশ না নিলে বা মাঝপথে সরে গেলে তাৎক্ষণিক দলটিকে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমিত করা হবে।
আরও পড়ুন : নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, কে কত পাবেন?
বিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একবার অযোগ্য ঘোষিত হলে সেই দল একই মৌসুমে আর লিগে ফেরার সুযোগ পাবে না। যদি কোনো দল সরে যাওয়ার আগে এক বা একাধিক ম্যাচ খেলে থাকে, তাহলে আগের ম্যাচের ফলাফল যাই হোক, সেসব ম্যাচের পয়েন্ট সরাসরি প্রতিপক্ষ দলের ঘরে যোগ হবে।
এ ছাড়া অযোগ্য ঘোষণার পর ওই দলের বিপক্ষে যাদের খেলার সূচি ছিল, তারাও স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পয়েন্ট পাবে। তবে লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানাবে, তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
বিসিবি আরও জানায়, কোনো মৌসুমে যদি দুই বা ততধিক দল লিগ থেকে সরে দাঁড়ায়, তবে সেই মৌসুমে ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে না। ২০২৬–২৭ মৌসুমে কতটি দল উন্নীত হবে, তা অবনমিত দলের সংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারণ করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
আরও পড়ুন : জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশরাফুল
আগামী ১৮ নভেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট শুরু করার সিদ্ধান্ত জানিয়েছে সিসিডিএম। এর পরিপ্রেক্ষিতে ২৮ অক্টোবর ক্লাবগুলোতে চিঠিও দেয় তারা। তবে ইতোমধ্যে আটটি ক্লাব লিগ বর্জনের ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে বিসিবির নতুন নিয়ম অনুযায়ী, এসব ক্লাব স্বয়ংক্রিয়ভাবে অবনমনের মুখে পড়বে।

স্পোর্টস ডেস্ক