প্রিমিয়ার লিগে লিভারপুলের টানা চতুর্থ হার
প্রিমিয়ার লিগে লিভারপুলের দুঃসময় যেন শেষ হতে চাইছে না। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দলটি। কিন্তু প্রিমিয়ার লিগে ফিরে আবারও ব্যর্থ আর্না স্লটের শিষ্যরা। শনিবার (২৫ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরে লিগে টানা চতুর্থ পরাজয়ের স্বাদ পেল তারা।
গতকাল লিভারপুল ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে। মাত্র পঞ্চম মিনিটেই গোল হজম করে স্লটের দল। বাঁ দিক থেকে লম্বা থ্রোয়ে বক্সের ভেতর সতীর্থের হেড পাস থেকে ভলিতে বল জালে পাঠান ড্যাঙ্গো। এতে ১-০ তে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড।
দশ মিনিট পরই লিভারপুলের মোহাম্মদ সালাহ গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ২০তম মিনিটে ফ্লোরিয়ান উইর্টজ কাছ থেকে সুযোগ মিস করেন।
তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে আবারও আঘাত হানে ব্রেন্টফোর্ড। ম্যাচের ৪৫তম মিনিটে নিজেদের অর্ধ থেকে ডামসগার্ডের পাস ধরে বল জালে জড়ান কেভিন শাডা। এতে ব্যবধান হয় ২-০।
প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে লিভারপুলের হয়ে ব্যবধান কমান মিলোস কেরকেজ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লিভারপুলের হয়ে নিজের প্রথম গোল করেন এই হাঙ্গেরিয়ান ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আশায় আক্রমণ বাড়ায় লিভারপুল, কিন্তু ৬০তম মিনিটে আবারও বিপদে পড়ে তারা। ব্রেন্টফোর্ডের ড্যাঙ্গোকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান ৩-১ করেন ইগর থিয়াগো।
শেষ দিকে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ম্যাচের ৮৯তম মিনিটে দারুণ এক গোল করেন সালাহ। ডান দিক থেকে দমিনিক সোবোসলাইয়ের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান এই মিসরীয় ফরোয়ার্ড। এরপর লিভারপুল মরিয়া হয়ে আক্রমণ চালালেও সমতা ফেরাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল লিভারপুল, তবে আক্রমণে কিছুটা পিছিয়ে পড়েছে ব্রেন্টফোর্ডের থেকে। ব্রেন্টফোর্ড ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৮টি। আর লিভারপুল ১৫টি শঠ নিয়ে মাত্র ৫টি লক্ষ্যে রাখে।
এই জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড। অন্যদিকে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে লিভারপুল। লিগ টেবিলের শীর্ষে রয়েছে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক