এজের হ্যাটট্রিকে আর্সেনালের বড় জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল ঘরের মাঠে নিজেদের দাপট দেখাল টটেনহামকে। এর আগে লিগে টানা পাঁচ জয়ের পরে গত রাউন্ডে ড্রয়ে থমকে যায় মিকেল আর্তেতার দল। এরপর আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই আবার জয়ের দেখা পেল।
গতকাল রোববার (২২ নভেম্বর) রাতে এবেরেচি এজের হ্যাটট্রিকে নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনাল দ্বিতীয় স্থানের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই আক্রমণ শুরু করে স্বাগতিকরা। তৃতীয় মিনিটে ডেক্লান রাইসের শক্তিশালী ভলি থামান টটেনহামের গোলরক্ষক। পরের মিনিটে জুরিয়েন টিম্বারের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়।
৩৬ মিনিটে মিকেল মেরিনোর থ্রু পাস ধরে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পাল্টে জাল স্পর্শ করে। এরপর ৪১ তম মিনিটে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে জোরাল শটে গোল করেন এজে। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির ঠিক পরেই, খেলার শুরু হওয়ার মাত্র ৪০ সেকেন্ডে টিম্বারের পাসে নিজের দ্বিতীয় গোল করেন ২৭ বছর বয়সী এজে।
দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে রিচার্লিসনের অসাধারণ শটে প্রথম গোলের দেখা পায় টটেনহাম। তবে ৭৬ মিনিটে ট্রোসার্ডের সহায়তায় জোরালো শটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এজে। এতেই ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে আর্সেনাল।
এই জয়ের ১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি। অন্যদিকে টানা তিন ম্যাচ জিততে না পারা টটেনহাম ১৮ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

স্পোর্টস ডেস্ক