ঘরের মাঠে আবারও হারল লিভারপুল
চলতি মৌসুমে ব্যর্থতা যেনো ঘিরে ধরেছে লিভারপুলকে। আন্তর্জাতিক বিরতির আগে সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর আশা করলেও তাদের ভাগ্য বদলায়নি। ঘরের মাঠে অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরেছে তারা।
গতকাল (২২ নভেম্বর) অ্যানফিল্ডে লিভারপুলকে ৩–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এই হারে পয়েন্ট টেবিলে আরও নিচে নামল গত মৌসুমের শিরোপাজয়ী দলটি।
ম্যাচের ৩৩তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মুরিলোর জোরাল শটে এগিয়ে যায় নটিংহ্যাম। কর্ণার থেকে আসা বলে সতীর্থের হেড পাসে বক্সের ভেতর বল পেয়ে জালে জড়ান তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।
বিরতির পর মাত্র ৪২ সেকেন্ডে ইতালিয়ান ডিফেন্ডার সাভোনার গোলে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুলকে। এত ঘরের মাঠে চরম চাপে পড়ে স্বাগতিকরা।
এরপর ম্যাচের ৭৮তম মিনিটে ব্যবধান ৩–০ করেন মর্গান গিবস-হোয়াইট। সতীর্থের জোরাল শট আলিসন ঠেকিয়ে দিলে, ফিরতি বল পেয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। এত ম্যাচে ফেরার সুযোগটা শেষ হয়ে যায় লিভারপুলের।
ঘরের মাঠে বল দখলে লিভারপুলের আধিপত্য থাকলেও আক্রমণে ছিল ব্যর্থতা। ২০টি শট নিয়েও গোলের দেখা পায়নি লিভারপুল, বরং একর পর এক সুযোগ হাতছাড়া করেছে তারা। বিপরীতে নটিংহ্যামের ১৩ শটেই তিনবার বল জালে জড়ায়।
লিগে শেষ সাত ম্যাচে এটি লিভারপুলের ষষ্ঠ হার। পয়েন্ট টেবিলে দশের বাইরে বেরিয়ে গেছে তারা। টানা পাঁচ জয়ে মৌসুম শুরু করলেও এখন ১২ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে ১১তম স্থানে। অন্যদিকে নটিংহ্যাম অবশ্য এবার দারুণ আত্মবিশ্বাসী। তিন ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটি টানা দুই জয়ে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৬ নম্বরে।

স্পোর্টস ডেস্ক