৯ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

প্রায় এক দশক পর অ্যানফিল্ডে জয়োল্লাসে ভাসলো ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের মাঠে সর্বশেষ তাদের সাফল্য এসেছিল ২০১৬ সালে, এবার সেই অপেক্ষার অবসান ঘটাল হ্যারি ম্যাগুইয়ারের দুর্দান্ত হেড। ইংলিশ চ্যাম্পিয়নদের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে রুবেন আমোরিমের দল।
গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে লিভারপুলের মাঠে ২–১ গোলের জয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ইউনাইটেড। অন্যদিকে লিগে টানা তিন হারে কিছুটা পিছিয়ে পড়ল ছন্দহীন লিভারপুল। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হারের দেখা পেল অর্নে স্লটের দল।
১১ বছর পর প্রথবারের মতো টানা ৪ ম্যাচে হারলো লিভারপুল। অন্যদিকে ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ ১৪ প্রিমিয়ার লিগের লড়াইয়ে মাত্র একবার হেরেছে লিভারপুল। আর অ্যানফিল্ডে হেরেছে ৯ বছর আগে। গতকালের জয়টাও তাই ইউনাইটেডের জন্য বিশেষ কিছু।
টানা তিন ম্যাচ হারের ধাক্কায় নড়বড়ে অবস্থায় থাকা লিভারপুল ম্যাচের একেবারে শুরুতেই গোল হজম করে। খেলা শুরুর মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় গোল করে লিভারপুলকে চমকে দেন ইউনাইটেড ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমো। মাঝমাঠ থেকে ব্রুনো ফের্নান্দেসের পাস ধরে আমাদ দিয়ালোর বাড়ানো থ্রু বল থেকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন তিনি।
প্রথমার্ধে গোল শোধের বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল লিভারপুল। কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ বেশ কয়েকবার শট নিয়েও গোলের দেখা পাননি। গাকপোর দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।
এরপর দ্বিতীয়ার্ধে ৭৮তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। বদলি খেলোয়াড় ফেদেরিকো সিয়েসার পাস থেকে গাকপো গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকেনি। মাত্র ছয় মিনিট পরই বাঁ দিক থেকে ব্রুনো ফার্নান্দেজের ক্রসে দারুণ এক হেডে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার।
এই জয়ে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে চতুর্থ স্থানে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল, দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৬।