উইকেট হারিয়ে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত বাংলাদেশ
নতুন ব্যাটসম্যান হিসেবে একদিন আগেই অভিষেক হয়েছিল জাকির হাসানের। পরীক্ষা দিতে ওপেনিংয়ে নেমেছিলেন তিনি। শুরু থেকেই সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখে কিছুটা বিব্রতও হয়েছিলেন। বেশি রান না পেলেও বিপদের মুহূর্তে ব্যাট হাতে হাল ধরে রেখেছিলেন জাকির। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হলেন তিনি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে ভারত-বাংলাদেশ। প্রথম দিনে ৬ উইকেটে ২৭৪ রানে শেষ করা ভারত দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেয়েছিল। তবে অশ্বিন-কুলদীপ জুটিতে ভর করে ৪০৪ রান করে অলআউট হয় লোকেশ রাহুলের দল। জবাবে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৭৫ রান তুলতেই পড়ে গেছে ৫ উইকেট।
এ দিকে দেড়দিন ব্যাট করে স্কোরবোর্ডে চার শতাধিক রান তুলেছে ভারত। জবাবে রানের খাতা না খুলেই আউট হয়েছেন শান্ত, ৪ রান করে বোল্ড হয়েছেন ইয়াসির। লিটনকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েছিলেন জাকির। তবে দলীয় মাত্র ৩৯ রানে লিটন দাস আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। আর ৫৬ রানে অভিষিক্ত জাকির আউট হয়েছেন ব্যক্তিগত ২০ রান করে। থিতু হতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। ফিরেছেন মাত্র ৩ রান করে।
বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের প্রথম বলেই ব্যর্থ হয়েছিলেন শান্ত। উইকেটরক্ষক রিশাব পন্থের হাতে যাওয়ার আগে ব্যাট ছুঁয়ে গিয়েছিল বল। তাতে শূন্য রানেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। পরে বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির আলিও। দলীয় ৫ রানে উমেশ যাদবের বলে পরিস্কার বোল্ড হয়ে ফেরেন ইয়াসির। তিনি ১৭ বলে করেছেন মাত্র ৪ রান।
এরপরে লিটন-জাকির মিলে করেন ৫৯ বলে ৩৪ রানের জুটি। ১৩.২ ওভারে সিরাজ বোল্ড করেন লিটন দাসকে। ৩০ বলে ২৪ রান করেছিলেন লিটন। ৪৫ বলে ২০ রান করা জাকিরও পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সিরাজের বলে। ব্যর্থতার দিনে বেশি সময় উইকেটে থাকলেন না দলীয় অধিনায়ক সাকিব আল হাসানও।
কুলদীপ যাদবের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাকিব।