করোনা টেস্টের সময় শচীনের চিৎকার!
বরাবরই বেশ হাসিখুশি স্বভাবের মানুষ ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। খুব একটা মেজাজ হারাতে দেখা যায় না তাঁকে। ক্রিকেটকে বিদায় জানানোর পরও ওই স্বভাব এখনো আছে তাঁর। যে কোনো জায়গায় হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। ঠিক এবার যা করলেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে।
করোনা টেস্ট করতে গিয়ে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন শচীন। যা দেখে রীতিমতো হকচকিয়ে গেলেন স্বাস্থ্যকর্মীরাও। কিছুক্ষণ পর বুঝা গেল আসলে মজা করেই চিৎকার দিয়েছেন ভারতীয় কিংবদন্তি।
ভারতের রায়পুরে চলমান রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতের পরের ম্যাচ ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে। মূল লড়াইয়ের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে যান শচীন।
সেখানে পিপিই পরা এক স্বাস্থ্যকর্মী শচীনের নমুনা নেন। এর পরই নিজের নাক ধরে মুখ বিকৃত করতে থাকেন শচীন। হঠাৎ করে চিৎকার করে বসেন তিনি। শচীনকে দেখে ঘাবড়েই যান নমুনা নিতে আসা ওই স্বাস্থ্যকর্মী। ভাবেন, হয়তো কোনো সমস্যা হয়ে গেছে। কিন্তু একটু পর ঘোর কাটে। দেখেন, শচীনের মুখে একগাল হাসি। বুঝতে পারেন, মজার ছলেই একটু ভয় দেখানোর চেষ্টা করেছেন ‘লিটল মাস্টার’।
ওই ঘটনার ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শচীন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ২০০ টেস্ট খেলেছি। আর ২৭৭ বার কোভিড টেস্ট করেছি। মুড হালকা করতে একটু প্রাঙ্ক করলাম। মেডিকেল স্টাফদের অনেক ধন্যবাদ সব সময় আমাদের পাশে থাকার জন্য।’