খেলোয়াড়রা টিকা না নেওয়ায় ফুটবল ম্যাচ বাতিল
ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। কিন্তু দুটি ম্যাচই বাতিল হয়ে গেছে। জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের দুই ডোজ টিকা দেওয়া নেই বলে ম্যাচ দুটি বাতিল করেছে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।
এক ভিডিও বার্তায় বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে। আমাদের ১৫ জনের দুই ডোজ টিকা দেওয়া আছে, সাতজনের এক ডোজ ও ছয়জনের কোনো টিকা দেওয়া নেই। এ কারণে ম্যাচ দুটি খেলা সম্ভব হচ্ছে না।’
আগামী সপ্তাহে ফুটবল দলের ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা ছিল। এখন সফরটি বাতিল করেছে বাফুফে। বাফুফের আশা, আগামী মার্চে প্রীতি ম্যাচ আয়োজন করার।
এদিকে বাফুফে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানাতে হয়, দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সব খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক।