চ্যাম্পিয়ন জকোভিচকে দেখেই অনুপ্রেরণা পান সিৎসিপাস
অবিশ্বাস্য লড়াইয়ে প্রথম দুই সেটে জিতে যান স্টেফানোস সিৎসিপাস। এমন শুরুর পরও রোলাঁ গারোয় রূপকথা লেখা হলো না সিৎসিপাসের। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেন সময়ের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।
গতকাল রোববার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখলেন জকোভিচ। প্রায় সোয়া চার ঘণ্টার লড়াইয়ে ৬-৭(৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জিতে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা নিজের করে নিলেন সার্বিয়ান তারকা।
এমন ম্যারাথন লড়াইয়ে হেরে নিজেকে ধরে রাখতে হয়তো কষ্টই হয়েছে সিৎসিপাসের। তীরে এসে তরী ডোবা সিৎসিপাস নিজের আবেগ সামলে নিয়ে প্রশংসা করেছেন চ্যাম্পিয়ন জকোভিচের। জানিয়েছেন, জকোভিচকে দেখেই অনুপ্রেরণা পান এই গ্রিক তারকা।
বিবিসির প্রতিবেদন বলছে ম্যাচ শেষে সিৎসিপাস বলেন, ‘নোভাককে দেখে আমি অনুপ্রেরণা পাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। টুর্নামেন্টটা দারুণ কাটল এবং নিজের পারফরম্যান্সে আমি খুশি। গত কয়েক বছরে নোভাক যা দেখিয়েছে, কী দুর্দান্ত এক চ্যাম্পিয়ন। তার অর্জন দেখে আমি অনুপ্রেরণা পাই এবং আশা করি, কোনো এক দিন তার অর্ধেকটা আমি হয়তো করতে পারব।’
তরুণ প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে চ্যাম্পিয়ন জকোভিচ বলেন, ‘গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হেরে যাওয়াটা কতটা কঠিন, আমি বুঝতে পারি। তবে আমার বিশ্বাস, সে (সিৎসিপাস) এই মঞ্চে আরো শক্তিশালী হয়ে ফিরবে। আমার বিশ্বাস সে ভবিষ্যতে অনেক গ্র্যান্ড স্ল্যাম জিতবে। তবে গেমচিতে চমৎকার আবহ ছিল। আমি আমার কোচ ও ফিজিও এবং এই যাত্রায় সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’