ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন জকোভিচ
গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলবেন আর হারবেন, নরওয়ের তারকা ক্যাসপার রুডের নিয়তি হয়ত এমনই। ২০২২ সালে ইউএস ওপেনের ফাইনালে হেরেছেন কার্লোস আলকারাজের কাছে। একই বছর ফ্রেঞ্চ ওপেন ফাইনালে ধরাশায়ী হন রাফায়েল নাদালের কাছে। এবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে শিরোপা হাতছাড়া করলেন নোভাক জকোভিচের কাছে।
আজ রোববার (১১ জুন) ফিলিপে চ্যাটরিয়ার কোর্টে রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২৩তম গ্র্যান্ড স্লাম জেতার পাশাপাশি চারটি গ্র্যান্ড স্লাম অন্তত তিনবার করে জেতার অনন্য কীর্তি গড়লেন জকোভিচ। এমন কীর্তি গড়ার দিনে রাফায়েল নাদালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ডও নিজের নামে করে নিলেন এই সার্বিয়ান তারকা।
জকোভিচ ২০১২ ও ২০১৪ সালে রাফায়েল নাদাল আর ২০১৫ সালে হারেন স্তান ওয়ারিঙ্কার সঙ্গে। অ্যান্ডি মারেকে হারিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের স্বাদ পান তিনি ২০১৬ সালে। ২০২০ সালে রাফায়েল নাদালের কাছে হারের পর ২০২১-এ দ্বিতীয় শিরোপা স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে।
অন্যদিকে, মেয়েদের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুখোভাকে ৬-২, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন সিওনতেক। পোলিশ তারকা চার বছরের মধ্যে এই নিয়ে জিতলেন চারটি গ্র্যান্ড স্লাম। যার মধ্যে তিনটি শিরোপাই ফ্রেঞ্চ ওপেনে, একটি ইউএস ওপেনে।