ছিটকে পড়লেন রাহুল, ঋষভ পন্ত ভারতের অধিনায়ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দেওয়ার কথা ছিল কেএল রাহুলের। কিন্তু সিরিজ শুরু আগেই তিনি পেলেন হতাশার খবর। ইনজুরির কারণে বাদ পড়েছেন। আজ বুধবার এক টুইট বার্তায় বিসিসিআই জানিয়েছে এই তথ্য।
বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন। উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত এখন সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন। সহঅধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া।
ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও পেসার জসপ্রীত বুমরাহকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেএল রাহুল এবং কুলদীপ যাদবের বদলি হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি।
ভারতের টি-টোয়েন্টি দল : ঋষভ পন্ত (অধিনায়ক) হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রাভি প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আভেশ খান, আরশদীপ সিং ও উমরান মালিক।