মরগানের চোখে বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজার একদম কাছে। আগামী ২ জুন থেকে শুরু হবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের মহাযজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে বিশ্বকাপের নবম আসর। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত। তারপর থেকে আর ছুঁয়ে দেখা হয়নি ট্রফি। ২০১৩ সালের পর আইসিসির কোনো ইভেন্টেই শিরোপার দেখা পায়নি ভারত।
চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রতি টুর্নামেন্টে অন্যতম ফেভারিট থাকে ভারত। এবারও, ভারতকে শিরোপা অন্যতম দাবিদার মানছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এউইন মরগান। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে আজ মঙ্গলবার (২৮ মে) প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে এমনটি।
মরগান বলেন, ‘বিশ্বকাপে ভারতই সবচেয়ে শক্তিশালী দল। এটা ঠিক যে, তাদের দলে চোটের সমস্যা আছে। তবু দলটির শক্তি এবং মনোবল যে কোনো দলের চেয়ে বেশি। ভারতের দলগত শক্তিমত্তা প্রবল। তারা বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে।’
বিশ্বকাপের জন্য অভিজ্ঞদের ওপরই ভরসা রেখেছে ভারত। মন্থর ব্যাটিং নিয়ে আলোচনায় থাকা বিরাট কোহলি টিকে গেছেন। সমালোচিত হওয়া হার্দিক পান্ডিয়াও যাচ্ছেন বিশ্বকাপে। অধিনায়ক রোহিত শর্মার সহকারি হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন পান্ডিয়া। বোলিং বিভাগে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং—সবাই নিজেদের প্রমাণ করেছে। স্পিনে হাত ঘোরাতে আছেন চাহাল, জাদেজা ও কুলদীপ যাদব।
আগামী ২ জুন থেকে শুরু বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডের বিপক্ষে, ৫ জুন। ৯ জুন পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মাঠে নামবেন রোহিত-কোহলিরা।