ছেলেদের খেলায় সন্তুষ্ট জেমি ডে
প্রতিপক্ষের ভুলে গোল পেয়ে যায় বাংলাদেশ। ওই এক গোলই গড়ে দেয় ব্যবধান। যার জন্য জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ ফুটবল দল। একইসঙ্গে ম্যাচের পুরো সময় জাল সুরক্ষিত রাখতে পেরেছে লাল-সবুজের দল। বল দখলেও ছিল এগিয়ে।
তাই তো ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে। জানালেন, ছেলেদের খেলা সন্তুষ্ট হয়েছেন তিনি।
নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজে নিজেদের শুরুর ম্যাচে সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের দল। গতকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে।
অবশ্য ম্যাচের একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। ম্যাচের ৩০ মিনিটে সাদ উদ্দিনের ডান প্রান্তের নিচু ক্রসে ডিফেন্ডার কুমারবাজ উল্লু বায়ামান ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের পর বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা ক্লিনশিট নিয়ে ফিরেছি, যেটা খুবই ভালো। বল পজিশনে ওদের চেয়ে ভালো ছিলাম। কিছু খেলোয়াড়, যারা অতীতে জাতীয় দলের হয়ে খেলেনি, আমরা তাদের দেখলাম। এটা আমাদের জন্য ভালো একটা পরীক্ষা ছিল। ফলটাও ভালো হয়েছে। ছেলেরা যেভাবে খেলেছে, আমি তাতে সন্তুষ্ট। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষের ম্যাচটি আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।’