টোকিও অলিম্পিক
জার্মানিকে হারিয়ে অলিম্পিক হকিতে পদক জিতল ভারত
অলিম্পিক হকিতে দারুণ সময় পার করল ভারতীয় দল। রোমাঞ্চকর লড়াইয়ে হকিতে জার্মানিকে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিকে পদক জিতেছে ভারত।
আজ বৃস্পতিবার এই বিভাগে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত। ম্যাচটিতে ৫-৪ গোলে হারিয়েছে ভারতীয়রা। পুরুষ হকিতে এর আগে সবশেষ ১৯৮০ সালের মস্কোর অলিম্পিকে পদক জিতেছিল ভারত। সেবার দেশটি স্বর্ণ জিতেছিল।
ব্রোঞ্জ লড়াইয়ের আগে সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে লড়াইয়ে পেরে ওঠেনি ভারত। ওই ম্যাচে ৫-২ গোলে হারে ভারত পুরুষ হকি দল।
পুরুষ হকির পর নারীদের হকি বিভাগেও পদক পাওয়ার আশা আছে ভারতের। আগামী শুক্রবার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে ভারতীয় নারী হকি দল।