ছেলেদের টেনিসে স্বর্ণ জিতলেন জভেরেভ
অলিম্পিক গেমসের পুরুষ এককের টেনিসে স্বর্ণপদক জিতেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। তিনি রাশিয়ান তারকা কারেন খাচানোভকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে স্বর্ণালি-সাফল্য পান তিনি।
স্টেফি গ্রাফের পর এই প্রথম কোনো জার্মান তারকা অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। আট বছর পর পুরুষ টেনিসে নতুন চ্যাম্পিয়ন দেখল অলিম্পিক। আগের দুবার স্বর্ণ জিতেছিলেন ব্রিটেনের অ্যান্ডি মারে।
শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠা জভেরেভ এদিন ৭৯ মিনিটেই খাচানোভকে উড়িয়ে দেন। দ্বিতীয় জার্মান হিসেবে টেনিস এই সাফল্য পান তিনি। ১৯৮৮ অলিম্পিকে নারী এককে সেরা হয়েছিলেন কিংবদন্তি স্টেফি গ্রাফ। এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জভেরেভ।
এর আগে টেনিসের নারী এককে ইতিহাস গড়ে স্বর্ণপদক জিতেছেন সুইজারল্যান্ডের বেলিন্ড বেনসিস। প্রথম সুইস নারী হিসেবে তিনি অলিম্পিকে স্বর্ণ জিতেছেন। তিন সেটের লড়াইয়ে বেনসিস চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রুসোভাকে ৭-৫, ২-৬, ৬-৩ সেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। আড়াই ঘণ্টার লড়াই শেষে শেষ হাসিটা হেসেছেন ২৪ বছর বয়সী বেনসিস।
১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে পুরুষদের এককে মার্ক রোসেট স্বর্ণ জয়ের পর প্রথম সুইস নারী হিসেবে নবম বাছাই বেনসিস এবারের আসরে স্বর্ণপদক জিতেছেন। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে হইচই ফেলে দিয়েছিলেন বেনসিস। এরপর ২০১৭ সালে ইনজুরির কারণে শীর্ষ ৩০০ র্যাঙ্কিং থেকে ছিটকে পড়েন তিনি। গত বছর করোনার থাবা শুরু হওয়ার আগে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে আসেন তিনি। এর পর থেকে কোনো ডব্লিউটিএ শিরোপা জিততে পারেননি।
নারী টেনিসের দ্বৈতে স্বর্ণপদক জিতেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা ও কাতেরিনা সিনিয়াকোভা। এই ইভেন্টে বেলিন্ডা বেনচিচ ও ভিক্টোরিয়া গোলুবিককে হারিয়ে জিতেছেন স্বর্ণপদক। ক্রেজিকোভা-সিনিয়াকোভা জুটি জিতেছেন ৭-৫, ৬-১ গেমে।
এদিন ফাইনাল ম্যাচের দ্বিতীয় সেটে জয় পাওয়ার আগে প্রথম সেটে টাই হয়। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় চেক জুটি।
বছরের শুরুতে রোলান্ড গ্যারোসে একক ট্রফি জয়ী ক্রেজিকোভা ও তাঁর জুটি সিনিয়াকোভা শেষ তিন ম্যাচে টাইব্রেকারের সহায়তা নিতে হয়েছে। সেখানে অবশ্য একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই তাঁরা হারিয়ে দেয় বেনচিচ ও গোলুবিক জুটিকে।
টেনিসে এটি চেক প্রজাতন্ত্রের প্রথম অলিম্পিক স্বর্ণপদক। এর আগে ১৯৮৮ সালে গেমসে প্রত্যাবর্তনের সময় চেকোস্লোভাকিয়ার হয়ে এককে স্বর্ণ জয় করেছিলেন স্লোভাক মিলোস্লাভ মেচির। অলিম্পিকের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে একক ও দ্বৈত বিভাগে স্বর্ণ জয় করতে চেয়েছিলেন বেনচিচ। শনিবার এককের ফাইনালে মার্কেটা ভন্ড্রোসোভাকে হারিয়ে স্বর্ণ জয় করা এই তারকাকে শেষ পর্যন্ত রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দ্বৈতে।