দারুণ জয়ে শীর্ষস্থান মজবুত করল ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে ফের জয়ের ছন্দে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে এবার আরেকটি জয় তুলে নিয়ে চলমান মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানসিটি। দলের পক্ষে গোল করেছেন রিয়াদ মাহরেজ ও কেভিন ডি ব্রুইনে। ম্যাচের ৪০ মিনিটে মাহরেজের গোলে এগিয়ে যাওয়ার পর ৬৯ মিনিটে জয়সূচক গোল করেন ডি ব্রুইনে।
প্রিমিয়ার লিগে গত ম্যাচেই হোঁচট খেয়েছিল ম্যানসিটি। সে ব্যর্থতা কাটিয়ে এবার পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা শক্ত করল দলটি। চলতি মৌসুমে এ নিয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে সিটি।
৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা সিটির সঙ্গে তাদের পার্থক্য ১২ পয়েন্ট। সিটির সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ৪০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আছে চারে। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।