দেশের জন্য খেলতে পিএসএল ছাড়লেন গেইল
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাত্র দুই ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। দুই ম্যাচেই ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত। কিন্তু এই দাপট বেশিদিন দেখাতে পারছেন না। আপাতত দেশের হয়ে খেলার জন্য পিএসএল ছাড়লেন এই ক্যারিবীয় তারকা।
পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন গেইল। চলতি আসরের প্রথম দুই ম্যাচেই খেলেছেন তিনি। এর মধ্যে প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে পাঁচটি করে চার ও ছক্কায় ৪০ বলে করেন ৬৮ রান। টানা দুই ম্যাচে ছন্দে থাকা গেইলকে আপাতত এখানেই ছাড়তে হচ্ছে আসর।
দেশের হয়ে খেলতে ক্যারিবিয়ানে ফিরতে হচ্ছে গেইলে। কারণ, কদিন বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ খেলবে। আর ওই সিরিজে দেশের হয়ে খেলবেন গেইল।
পিএসএল ছাড়ার আগে গেইল বলেন, ‘পিএসএল ছেড়ে যাওয়া দুঃখজনক, কারণ পুরো মৌসুম খেলতে চেয়েছিলাম। এখানে এসে টুর্নামেন্টে দাপট দেখাতে চেয়েছিলাম। সমর্থকদের উল্লাসের উপলক্ষ উপহার দিতে চেয়েছিলাম। তবে দ্বিতীয় পর্যায়ের জন্য লাহোরে ফিরতে মুখিয়ে আছি আমি।’