নতুন জার্সি পরে সাফে খেলবেন জামাল-তপুরা
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী ১ অক্টোবর মাঠে গড়াচ্ছে। আসরে বাংলাদেশ দলের খেলোয়াড়রা নতুন জার্সি পরে মাঠে নামবেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে এই তথ্য জানিয়েছে।
সাফ উপলক্ষে জার্সির নকশা প্রতিযোগিতার আয়োজন করে বাফুফে। সেখান থেকে সবুজ রঙের হোম জার্সি হিসেবে নির্বাচিত হয়েছে সুব্রত দাসের নকশা করা জার্সিটি। লাল অ্যাওয়ে জার্সিটি নকশা করেছেন স্বপন আহমেদ। এরই মধ্যে জার্সি দুটির ডিজাইন প্রকাশ করে বাফুফে।
সাফের উদ্বোধনী দিন ১ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ অক্টোবর ভারত, ৭ অক্টোবর মালদ্বীপ ও ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে লড়বে লাল-সবুজের দল। আর ১৬ অক্টোবর হবে ফাইনাল।
এর আগে চারটি সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। গত চার আসরে ১২ ম্যাচ খেলে লাল-সবুজের দল জয় পেয়েছিল মাত্র তিনটিতে, ড্র দুটি এবং হেরেছে সাত ম্যাচে।
২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর কেটেছে ১৮টি বছর, সাফল্য নেই। অবশ্য প্রতিবারই দক্ষিণ এশিয়ার সেরা এই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বপ্ন থাকে। এবারও শিরোপার স্বপ্ন।
দলগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে ভারত (১০৭), এরপর মালদ্বীপ (১৬০) ও নেপাল (১৬৮)। বাংলাদেশের (১৮৯) চেয়ে পিছিয়ে কেবল শ্রীলঙ্কা (২০৫)।