পিসিবি চেয়ারম্যানের পদ ছাড়ার ইচ্ছা নেই রমিজ রাজার
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েছেন মাত্র সাত মাস হলো। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। কারণ তাঁকে এই পদে বসানো ইমরান খান এখন আর পাকিস্তানের ক্ষমতায় নেই।
তবে সূত্রের বরাতে রমিজ সাফ জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।
রমিজ রাজা জানিয়েছেন, নতুন সরকারের পক্ষ থেকে বার্তার জন্য অপেক্ষা করছেন তিনি, ততক্ষণ পর্যন্ত এই পদে বহাল থাকবেন। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রমিজ রাজা যদি এ পদ থেকে পদত্যাগ করেন তবে পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির নাম বিবেচনা করা হবে।
উল্লেখ, পাকিস্তানের বিগত সব প্রধানমন্ত্রীর মতো ইমরান খানকেও প্রধানমন্ত্রির পদ ছাড়তে হয়েছে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। গত শনিবার সংসদে অনান্থা ভোটে পতন হয় পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এ ক্রিকেটারের।
পাকিস্তানের এই রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়তে যাচ্ছে পিসিবিতেও। রমিজ ছাড়াও পদ হারানোর শঙ্কায় আছেন অনেকেই। অবশ্য প্রতিবারই এমনটি হয়ে থাকে। নতুন করে সরকার আসে আর পরিবর্তন আসে পিসিবির প্রধানের পদে।