প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ডেনমার্ক
ইউরো চ্যাম্পিয়নশিপে স্বপ্ন জয়ের মিশনে ছুটছে ডেনমার্ক। নিজেদের প্রথম ম্যাচে দলের অন্যতম তারকা ক্রিস্টিয়ান এরিকসেনকে হারিয়ে হোঁচট খেয়ে শুরু করা ডেনিশরা উঠেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছে দলটি। চেকদের বিপক্ষে ম্যাচটিতে দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল ডেনমার্ক।
আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ডেনমার্ক। দলের হয়ে প্রথম গোলটি করেছেন থমাস ডেলোনি। দ্বিতীয়টি এসেছে ডেলবার্গের পা থেকে।
ম্যাচটিতে কম সময় বল দখলে রেখেও ভাগ্যক্রমে শুরুতেই গোল পেয়ে যায় ডেনমার্ক। ম্যাচের পঞ্চম মিনিটে সতীর্থের পাস পেয়ে ডেনমার্ককে এগিয়ে নেন ডেলোনি। এরপরও অবশ্য বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করে ডেনিশরা। তবে লক্ষ্যভ্রষ্ট শট হতাশ করে ভক্তদের।
ম্যাচের ১৯ মিনিটে আক্রমণে আসে প্রজাতন্ত্র। কিন্তু সউচেকের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২২ মিনিটের মাথায় হলসের শট প্রতিহত করেন ড্যানিশ গোলরক্ষক। ২৬ মিনিটের মাথায় ফের লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন সউচেক।
পাল্টা আক্রমণে বিরতিতে যাওয়ার আগে আরেকটি গোল পেয়ে যায় ডেনমার্ক। ৪২ মিনিটে ব্র্যাথওয়েটের উদ্দেশে ডান দিক থেকে বল বাড়ান মাহেল। কিন্তু প্রতিপক্ষের ডি বক্সে থাকা ব্র্যাথওয়েট বলে শট নিতে পারেননি। ছুটে এসে ছোট ডি বক্স থেকে হাল্কা ছুঁয়ে বল জালে ঠেলে দেন ডেলবার্গ। ফলে দুই গোলের স্বস্তির লিড নিয়ে মাঠ ছাড়ে ডেনিশরা। এই ম্যাচেও সতীর্থ এরিকসেনকে স্মরণ করেছেন ডেনমার্কের ফুটবলাররা।
শেষ ষোলোর ম্যাচে চেক প্রজাতন্ত্র ২-০ গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। ডেনমার্ক ৪-০ গোলে ওয়েলসকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। এবার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে শেষ আটে মুখোমুখি লড়ছে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক।